বুলেটিন অফ দ্য অ্যাটমিক সাইন্টিস্ট্স
অবয়ব
বুলেটিন অফ দ্য অ্যাটমিক সাইন্টিস্ট্স (ইংরেজি ভাষা: Bulletin of the Atomic Scientists) নিউক্লীয় এবং অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রের কারণে সৃষ্ট হুমকি থেকে বৈশ্বিক নিরাপত্তা ও পাবলিক lalasপলিসি বিষয়ে প্রকাশিত একটি সাময়িকী। সাময়িকীটি প্রযুক্তি বিষয়ক নয়। ১৯৪৫ সাল থেকে এটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। সে সময় ম্যানহাটন প্রকল্পের প্রাক্তন বিজ্ঞানী ও প্রযুক্তিবিদেরা বিশ্বকে গণবিধ্বংসী অস্ত্রের হুমকি থেকে সাবধান করার জন্য এর প্রকাশনা শুরু করেন। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণ-এর পর এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেন। এর মূল লক্ষ্য হচ্ছে জনসাধারণকে বিভিন্ন নিউক্লীয় পলিসি বিতর্কগুলো সম্বন্ধে অবহিত করা এবং নিউক্লীয় অস্ত্রের উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ স্থাপনের বিষয়ে পরামর্শ প্রদান।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Bulletin of the Atomic Scientists (online edition)
- Doomsday Clock
- University of Chicago Library Special Collections - Exhibit commemorating the fiftieth anniversary of the world's first controlled, self-sustaining nuclear chain reaction.