বিষয়বস্তুতে চলুন

আলতিপ্লানো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Altiplano থেকে পুনর্নির্দেশিত)
আন্দেস পর্বতমালার মাঝে বিস্তৃত আলতিপ্লানো মালভূমি
বিস্তীর্ণ জনবিরল আলতিপ্লানো মালভূমি
আলতিপ্লানোর একটি হ্রদে শয়ে শয়ে ফ্লেমিঙ্গো পাখি চরছে

আলতিপ্লানো (স্পেনীয় ভাষায়: Altiplano "উচ্চ সমভূমি") আন্দেস পর্বতমালাতে অবস্থিত একটি উচ্চ মালভূমি অঞ্চল। এটি দক্ষিণ-পশ্চিম বলিভিয়া থেকে দক্ষিণ পেরু পর্যন্ত বিস্তৃত। আন্দেসের পূর্ব ও পশ্চিম কর্দিলেরা পর্বতশ্রেণীদ্বয়ের মধ্যে সমুদ্রতল থেকে ৩৬০০ থেকে ৪০০০ মিটার উচ্চতায় অবস্থিত অনেকগুলি আন্তঃপর্বত এলাকা নিয়ে এই অঞ্চলটি গঠিত। শীতল, শুষ্ক ও ঝোড়ো হাওয়া উপেক্ষা করে এখানে অনেক লোক বাস করেন। আলু ও বার্লির চাষ হয় এবং লামা চরানো হয়। এ অঞ্চলে তিতিকাকা হ্রদপুপো হ্রদ অবস্থিত। বলিভিয়ার এই দ্বিতীয় বৃহত্তম হ্রদটিকে পুনরুজ্জীবিত করা যেতে পারে কিনা তা স্পষ্ট নয়। [১][২]


তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Mercado, David। "Lake Poopo Dries Up"। Reuters। ১৯ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. Paskevics, Emily (১৯ ডিসেম্বর ২০১৫)। "Lake Poopó, Second Largest In Bolivia, Dries Up Completely"Headlines & Global News (HNGN)। ৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।