’৭১-এর যুদ্ধশিশু: অবিদিত ইতিহাস
অবয়ব
’৭১-এর যুদ্ধশিশু: অবিদিত ইতিহাস গ্রন্থটি মুস্তফা চৌধুরী কর্তৃক ইংরেজিতে লিখিত Unconditional Love : Story of Adoption of 1971 War Babies নামীয় গ্রন্থের বাংলা সংস্করণ। এ গ্রন্থটি ২০১৫ খ্রিষ্টাব্দে বাংলাদেশের একাডেমিক প্রেস এন্ড পাবলিশার্স লাইব্রেরি কর্তৃক প্রকাশিত হয়। মুস্তফা চৌধুরী একজন কানাডাবাসী বাংলাদেশী। তিনি কানাডার ফেডারেল সরকারের একজন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ’৭১-এর যুদ্ধশিশু: অবিদিত ইতিহাস গ্রন্থটি তার কুড়ি বছরের অনুসন্ধান ও গবেষণার ফল। এ গ্রন্থটিতে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জন্ম নেয়া ১৫জন যুদ্ধশিশুর জীবনকাহিনী তুলেছেন। কানাডার ১৪টি পরিবার ১৯৭২-এ এই ১৫জন শিশুকে দত্তক নিয়েছিল। এই ১৫জন শিশুর নাম: শিখা, ওমর, অরূণ, সাবিত্রী, বাথল, রাণী, জরিনা, অনিল, সমর, রাজিব, মলি, রেজিনা, আমিনা, রুফিয়া ও প্রদীপ। [১][২][৩]