৬০ এর পরে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৬০ এর পরে
পরিচালকসৌভিক দে
প্রযোজকমীনা শেট্টি মণ্ডল
শ্রেষ্ঠাংশেজয় সেনগুপ্ত
রূপাঞ্জনা মিত্র
অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়
পিয়ালী মুখোপাধ্যায়
অমিত শেট্টি
সুরকারইন্দ্রনীল চক্রবর্তী
সম্পাদকসুমন রায় মণ্ডল
প্রযোজনা
কোম্পানি
এম. এস. ফিল্মস অ্যান্ড প্রোডাকশন্স
মুক্তি২০২২
দেশভারত
ভাষাবাংলা

৬০ এর পরে ২০২২ সালের সাসপেন্স থ্রিলার বাংলা চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন সৌভিক দে (এই চলচ্চিত্রটি পরিচালনা মাধ্যমে তিনি চলচ্চিত্র পরিচালনায় আত্মপ্রকাশ করেন), ছবিটি প্রযোজনা করেছেন মীনা শেট্টি মণ্ডল এবং সঙ্গীত দিয়েছেন বব সেন। এতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, রূপাঞ্জনা মিত্র, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে।[১]

অভিনয়ে[সম্পাদনা]

  • জয় সেনগুপ্ত
  • রূপাঞ্জনা মিত্র
  • অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়
  • পিয়ালী মুখোপাধ্যায়
  • অমিত শেট্টি
  • দেব মজুমদার

সঙ্গীত[সম্পাদনা]

সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রনীল চক্রবর্তী এবং সৈনিক ঘোষ এবং চলচ্চিত্রের পরিচালক সৌভিক দে একত্রে গানের কথা লিখেছেন এবং চন্দ্রিকা ভট্টাচার্য এবং শতাব্দী প্রতিহার সাথে গানগুলি গেয়েছেন।

নং.শিরোনামগীতিকারসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."বৃষ্টি তে ভিজেছিলাম"ইন্দ্রনীল চক্রবর্তী, সৈনিক ঘোষ, সৌভিক দেচন্দ্রিকা ভট্টাচার্য৪:৫৪
২."আমি ছুতে ধরতে চাই"ইন্দ্রনীল চক্রবর্তী, সৌভিক দে , সৈনিক ঘোষইন্দ্রনীল চক্রবর্তী, শতাব্দী প্রতিহার৪:২৪

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "60 Er Pore: সাসপেন্স থ্রিলার ঘরানার ছবি '৬০-এর পরে', মুক্তি পেল ছবির ট্রেলার"Hindustantimes Bangla। ২০২১-১০-৩০। সংগ্রহের তারিখ ২০২২-১০-১০