৪০ ফলের বৃক্ষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

৪০ ফলের বৃক্ষ বা Tree of 40 Fruit হলো কলম কৌশলকে ব্যবহার করে নিউ ইয়র্ক ভিত্তিক শিল্পী স্যাম ভ্যান আকেনের তৈরি করা সিরিজ ফল গাছগুলোর মধ্যে একটি। প্রতিটি গাছে প্রিনাস প্রজাতির চল্লিশ প্রকারের দানাদার ফল বা স্টোন ফ্রুট (Stone Fruit) উৎপন্ন হয়, যুক্তরাষ্ট্রে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে এধরনের ফল পেকে থাকে [১][২]

উদ্ভাবন ও উন্নয়ন[সম্পাদনা]

স্যাম ভ্যান আকেন সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের একজন সহযোগী অধ্যাপক।[৩] তিনি একজন সমসাময়িক শিল্পী যিনি গতানুগতিক ও প্রথাগত শিল্পকর্মের বাইরেও যোগাযোগ, উদ্ভিদ বিজ্ঞান এবং কৃষিতে নতুন ধারার শিল্পের বিকাশ করেন।[৪] ২০১৮ সালে আকেন নর্থ ক্যারোলাইনার শার্লটে ম্যাককল সেন্টার ফর আর্ট + ইনোভেশন-এর একজন স্থায়ী-শিল্পী ছিলেন।[৫]

পেনসিলভেনিয়া ডাচ পরিবারে জন্ম নেওয়া অসামান্য প্রতিভাবান আকেন তার পরিবারেই বড় হয়েছেন।[৩]

Artist's planning diagram of "Tree 71"

২০০৮ সালে, একটি শৈল্পিক প্রকল্প হিসাবে বহু রঙিন ফুলের গাছ তৈরি করার জন্য নমুনার খোঁজ করার সময়, ভ্যান আকেন নিউইয়র্ক রাজ্য কৃষি পরীক্ষা কেন্দ্রের ৩ একর (১.২ হেক্টর) জায়গার একটি বাগান পান, যা তহবিলের কাটতির কারণে বন্ধ হয়ে গিয়েছিল। [১][২] তিনি সেখানে জন্মানো ২৫০ টিরও বেশি ঐতিহ্যবাহী জাতের কয়েকটি থেকে কলম করা শুরু করেছিলেন।[২] প্রায় পাঁচ বছর ধরে চল্লিশটি বিভিন্ন মাতৃগাছ থেকে শাখা সংগ্রহ করে এ গাছটি তৈরি করে আকেন। মাতৃগাছের মধ্যে ছিলো বাদাম, এপ্রিকট, চেরি, নেকেরারিন, পীচ এবং বরই জাত সহ বিভিন্ন ফলের জাত।[২]

শিল্পীর নার্সারিতে ফলদ একটি "৪০ ফলের বৃক্ষ"

প্রতি বসন্তে গাছটিতে লাল, গোলাপী এবং সাদাসহ বিভিন্ন রঙ ও রঙের আভার মিশ্রণের ফুল দেখা যায়।[২]

৪০ ফলের গাছটি মূলত একটি শৈল্পিক প্রকল্পের অংশ এবং স্যাম ভ্যান আকেন আশা করেছিলেন যে লোকজন দেখতে পাবে যে বসন্তে যে গাছটি বিভিন্ন ধরনের ফুল ধারণ করছে আবার গ্রীষ্মে সেই গাছেই সম্পূর্ণ ভিন্নরকম বিভিন্ন ধরনের ফল ধরছে। তবে, প্রকল্পটি কয়েক শতাব্দী ধরে চলে আসা প্রথাগত কৃষি পদ্ধতিতে পরিবর্তনেরও পরিচয় দেয়।[৬]

সংস্থান ও বিন্যাস[সম্পাদনা]

২০১১ সালের আগস্টে, এক সপ্তাহে একটি গাছ থেকে উৎপন্ন বিভিন্ন জাতের ফল

২০১৪ সালের দিকে, ভ্যান আকেন ৪০ টি ফল ধরে এমন ১৬ টি গাছ উৎপাদন করেছিলেন, যেগুলো রোপণ করা হয়েছিলো কমিউনিটি বাগান, জাদুঘর এবং ব্যক্তিগত সংগ্রহ সহ বিভিন্ন ব্যক্তিগত জায়গা এবং লোকালয়ে।[২] জায়গাগুলোর মধ্যে রয়েছে ম্যাসাচুসেটসের নিউটন, নিউ ইয়র্কের পাউন্ড রিজ, নিউ জার্সির শর্ট হিলস, আরকানসাসের বেনটনভিল, এবং ক্যালিফোর্নিয়ার সান জোসে।[৭] প্রকৃতপক্ষে আকেনের পরিকল্পনা হলো গাছবহুল একটি শহর গড়ে তোলা যাকে গাছ অধ্যুষিত শহর বা গাছ সংখ্যাগরিষ্ঠ শহর বললেও ভুল হবে না। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Gift Of Graft: New York Artist's Tree To Grow 40 Kinds Of Fruit"NPR। ৩ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৫ 
  2. "This tree produces 40 different types of fruit"ScienceAlert। ৮ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৫ 
  3. Elliot, Danielle (১৯ নভেম্বর ২০১৪)। "Could a Tree of 40 Fruit Hold a Clue to Solving World Hunger?"Not Impossible। ১৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৫ 
  4. "SAM VAN AKEN"College of Visual and Performing Arts, Syracuse University। ১৫ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৯ 
  5. 20 years of Artists-In-Residence McColl Center
  6. Harlan, Becky। "What a 'Tree of 40 Fruit' Tells Us About Agricultural Evolution"National Geographic। ২১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৯ 
  7. Salkeld, Lauren। "The Tree of 40 Fruit Is Exactly as Awesome as It Sounds"Epicurious। ১১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৫