বিষয়বস্তুতে চলুন

২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি – মহিলাদের টুর্নামেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহিলাদের ফিল্ড হকি
২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক
প্রতিযোগিতার বিস্তারিত
স্বাগতিক দেশফ্রান্স
শহরপ্যারিস
তারিখ২৭ জুলাই – ৯ আগস্ট
দল১২ (৫টি কনফেডারেশন থেকে)
মাঠস্তাদ ইভেস-দু-মানোঁ
২০২০ (পূর্ববর্তী) (পরবর্তী) ২০২৮

২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি ইভেন্টে মহিলাদের টুর্নামেন্ট প্যারিস শহরের স্তাদ ইভেস-দু-মানোঁতে ২৭ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে।[১][২] মোট ১২ টি দল এই ইভেন্টে অংশগ্রহণ করতে চলেছে।

পঞ্জিকা[সম্পাদনা]

গ্রুপ পর্বে, দুটি পিচে খেলা অনুষ্ঠিত হবে।[৩]

গ্রুপ পর্ব ¼ কোয়ার্টার-ফাইনাল ½ সেমি-ফাইনাল ব্রোঞ্জপদক ম্যাচ ফাইনাল
শনি ২৭ রবি ২৮ সোম ২৯ মঙ্গল ৩০ বুধ ৩১ বৃহ ১ শুক্র ২ শনি ৩ রবি ৪ সোম ৫ মঙ্গল ৬ বুধ ৭ বৃহ ৮ শুক্র ৯
¼ ½

ফরম্যাট[সম্পাদনা]

টুর্নামেন্টের বারোটি দলকে ছয় দলের দুটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি দল প্রাথমিকভাবে তাদের গ্রুপের মধ্যে রাউন্ড-রবিন গেম খেলবে। রাউন্ড-রবিন পর্বের সমাপ্তির পর, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ চারটি দল কোয়ার্টার ফাইনালে যাবে। সেমিফাইনালের দুই বিজয়ী স্বর্ণপদক ম্যাচের জন্য মিলিত হবে, আর সেমিফাইনালে পরাজিতরা ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলবে।

উত্তীর্ণ দল[সম্পাদনা]

মাধ্যম তারিখ আয়োজক কোটা উত্তীর্ণ দল
আয়োজক দেশ  ফ্রান্স
২০২৩ ওশেনিয়া কাপ ১০–১৩ আগস্ট ২০২৩ ওয়াঙ্গারেই  অস্ট্রেলিয়া
২০২৩ ইউরোহকি চ্যাম্পিয়নশিপ ১৮–২৬ আগস্ট ২০২৩ মোচেনগ্লাডবাখ  নেদারল্যান্ডস
২০২২ এশিয়ান গেমস ২৫ সেপ্টেম্বর − ৭ অক্টোবর ২০২৩ হাংচৌ  চীন
২০২৩ প্যান আমেরিকান গেমস ২৬ অক্টোবর – ৪ নভেম্বর ২০২৩ সান্তিয়াগো  আর্জেন্টিনা
২০২৩ আফ্রিকান অলিম্পিক বাছাইপর্ব[৪] ২৯ অক্টোবর – ৫ নভেম্বর ২০২৩ প্রিটোরিয়া  দক্ষিণ আফ্রিকা
২০২৪ এফআইএইচ অলিম্পিক বাছাইপর্ব ১৩–২০ জানুয়ারি ২০২৪ রাঁচি 3  জার্মানি
 মার্কিন যুক্তরাষ্ট্র
 জাপান
ভ্যালেন্সিয়া  বেলজিয়াম
 স্পেন
 যুক্তরাজ্য
মোট ১২

আম্পায়ার[সম্পাদনা]

১২ সেপ্টেম্বর ২০২৩-এ, এফআইএইচ ১৪ জন আম্পায়ারের নাম ঘোষণা করে।[৫]

  • আইরিন প্রেসেনকুই (আর্জেন্টিনা)
  • আলিশা নিউম্যান (অস্ট্রেলিয়া)
  • লরিন ডেলফোর্জ (বেলজিয়াম)
  • লিউ জিয়াওইং (চীন)
  • হান্নাহ হ্যারিসন (ইংল্যান্ড)
  • রাচেল উইলিয়ামস (ইংল্যান্ড)
  • অ্যালিসন কেওঘ (আয়ারল্যান্ড)
  • এমি ইয়ামাদা (জাপান)
  • অ্যাম্বার চার্চ (নিউজিল্যান্ড)
  • সারাহ উইলসন (স্কটল্যান্ড)
  • কুকি টান (সিঙ্গাপুর)
  • অ্যানেলিজ রস্ট্রঁ (দক্ষিণ আফ্রিকা)
  • ওয়াঁরি ভেন্টার (দক্ষিণ আফ্রিকা)
  • আয়ানা ম্যাকক্লিন (ত্রিনিদাদ ও টোবাগো)

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 নেদারল্যান্ডস নক-আউট পর্ব
 বেলজিয়াম
 জার্মানি
 জাপান
 চীন
 ফ্রান্স (H)
প্রথম খেলা ২৭ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়ী ম্যাচের সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) স্বপক্ষে গোল; ৫) হেড-টু-হেড ফলাফল; ৬) ফিল্ড গোল সংখ্যা
(H) স্বাগতিক।

গ্রুপ বি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 অস্ট্রেলিয়া নক-আউট পর্ব
 আর্জেন্টিনা
 যুক্তরাজ্য
 স্পেন
 মার্কিন যুক্তরাষ্ট্র
 দক্ষিণ আফ্রিকা
প্রথম খেলা ২৭ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়ী ম্যাচের সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) স্বপক্ষে গোল; ৫) হেড-টু-হেড ফলাফল; ৬) ফিল্ড গোল সংখ্যা

নক-আউট পর্ব[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালস্বর্ণপদক ম্যাচ
 
          
 
৫ আগস্ট
 
 
এ১
 
৭ আগস্ট
 
বি৪
 
 
 
৫ আগস্ট
 
 
 
বি২
 
৯ আগস্ট
 
এ৩
 
 
 
৫ আগস্ট
 
 
 
এ২
 
৭ আগস্ট
 
বি৩
 
 
 
৫ আগস্ট
 
 ব্রোঞ্জপদক ম্যাচ
 
বি১
 
৯ আগস্ট
 
বি৪
 
 
 
 
 
 

ব্রোঞ্জপদক ম্যাচ[সম্পাদনা]

স্বর্ণপদক ম্যাচ[সম্পাদনা]

অন্তিম অবস্থান[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Paris 2024 – Field Hockey"Paris 2024। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. "IOC makes historic decision by simultaneously awarding Olympic Games 2024 to Paris and 2028 to Los Angeles"International Olympic Committee। ১৪ জুলাই ২০২১। ২২ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২১ 
  3. "Schedule for hockey at the Olympic Games Paris 2024"fih.hockey। ১৭ সেপ্টেম্বর ২০২৩। ২৬ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১ 
  4. @africanhockeyfederation (১৫ মে ২০২৩)। "15 May 2023: Revised AfHF 2023 Events Roadmap New hosts & dates announced."ইন্সটাগ্রাম-এর মাধ্যমে। 
  5. "Officials announced for Olympic Games Paris 2024"FIH। ২৩ সেপ্টেম্বর ২০২৩। 

বহিঃসংযোগ[সম্পাদনা]