২০২৪ কোপা আমেরিকা নকআউট পর্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০২৪ কোপা আমেরিকার নকআউট পর্ব ৪ জুলাই কোয়ার্টার-ফাইনাল দিয়ে শুরু হবে এবং ২০২৪ সালের ১৪ জুলাই তারিখে ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে।[১] মোট ৮টি দল প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি অধিকারী দলসমূহ একটি একক-বিদায় প্রতিযোগিতার জন্য নকআউট পর্বে পৌঁছেছিল।

কনমেবল কর্তৃক নিবন্ধিত সকল ম্যাচের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অঞ্চলে হয়েছে।[১][২]

বিন্যাস[সম্পাদনা]

যদি নকআউট পর্বে স্বাভাবিক সময় শেষ না হওয়া পর্যন্ত ম্যাচ টাই হয়, তাহলে:[৩]

  • কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল এবং তৃতীয়-স্থান নির্ধারণী ম্যাচের জন্য, অতিরিক্ত সময় খেলা যোগ করা হবে না এবং ম্যাচটি পেনাল্টিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। (রেগুলেশন অনুচ্ছেদ ২৬)।
  • ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ের খেলা হয়। অতিরিক্ত সময় পর্যন্ত ড্র হলে ম্যাচের নির্ধারণ করা হবে পেনাল্টিশুট আউটের মাধ্যমে। (রেগুলেশন অনুচ্ছেদ ২৭)।

উত্তীর্ণ দল[সম্পাদনা]

চারটি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুটি র‍্যাঙ্কিং দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

গ্রুপ বিজয়ী রানার্স-আপ
বি
সি
ডি

বন্ধনী[সম্পাদনা]

 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
৪ জুলাই – হিউস্টন
 
 
এ১
 
৯ জুলাই – ইস্ট রাদারফোর্ড
 
বি২
 
ম্যাচ ২৫ বিজয়ী
 
৫ জুলাই – আর্লিংটন
 
ম্যাচ ২৬ বিজয়ী
 
বি১
 
১৪ জুলাই – মিয়ামি গার্ডেন্স
 
এ২
 
ম্যাচ ২৯
 
৬ জুলাই – প্যারাডাইস
 
ম্যাচ ৩০
 
সি১
 
১০ জুলাই – শার্লট
 
ডি২
 
ম্যাচ ২৭ বিজয়ী
 
৬ জুলাই – গ্লেনডেল
 
ম্যাচ ২৮ বিজয়ীতৃতীয় স্থান প্লে-অফ
 
ডি২
 
১৩ জুলাই – শার্লট
 
'সি২
 
ম্যাচ ২৯ পরাজিত
 
 
ম্যাচ ৩০ পরাজিত
 

কোয়ার্টার-ফাইনাল[সম্পাদনা]

এ১ম্যাচ ২৫বি২

বি১ম্যাচ ২৬এ২

সি১ম্যাচ ২৭ডি২

ডি১ম্যাচ ২৮সি২

সেমি-ফাইনাল[সম্পাদনা]

ম্যাচ ২৫ বিজয়ীম্যাচ ২৯ম্যাচ ২৬ বিজয়ী

ম্যাচ ২৭ বিজয়ীম্যাচ ৩০ম্যাচ ২৮ বিজয়ী

তৃতীয়-স্থান প্লে-অফ[সম্পাদনা]

ম্যাচ ২৯ পরাজিতম্যাচ ৩১ম্যাচ ৩০ পরাজিত

ফাইনাল[সম্পাদনা]

২০২৪ কোপা আমেরিকা ফাইনাল

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "2024 Copa América Match Schedule" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। CONMEBOL। 7 Desember 2023। সংগ্রহের তারিখ 7 Desember 2023  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "অল সেট! কনমেবল ২০২৪ কোপা আমেরিকা™ এর সময়সূচী এখানে" (ইংরেজি ভাষায়)। CONMEBOL। 7 Desember 2023। সংগ্রহের তারিখ 7 Desember 2023  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "কনমেবল ২০২৪ কোপা আমেরিকা" (পিডিএফ)CONMEBOL.com (ইংরেজি ভাষায়)। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন। 29 November 2023। 1 Desember 2023 তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 29 November 2023  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |আর্কাইভের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ[সম্পাদনা]