২০২২ সালে লোহাগড়ায় সাম্প্রদায়িক সহিংসতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০২২ সালের ১৫ জুলাই শুক্রবার নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারের এক ব্যবসায়ীর ছেলের ফেসবুকে দেওয়া ধর্ম বিষয়ক বিতর্কিত পোস্ট নিয়ে দিঘলিয়া বাজার ও সাহা পাড়ায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযুক্ত আকাশ সাহার পিতা অশোক সাহাকে পুলিশ আটক করে।[১] [২]

প্রেক্ষাপট ও সহিংসতা[সম্পাদনা]

দিঘলিয়া গ্রামের সাহাপাড়ার অশোক সাহার ছেলে ১৮ বছর বয়সী আকাশ সাহার বিরুদ্ধে ১৪ জুলাই ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠে।[৩] বিষয়টি জানাজানি হলে পরদিন শুক্রবার সন্ধ্যায় ওই এলাকাবাসী আকাশকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে। পরবর্তীতে এ মানবন্ধন থেকে লোক জড়ো করে সুযোগ সন্ধানীরা দিঘলিয়া বাজারের ৬টি দোকান ভাঙচুর ও লুটপাট করেছে বলে জানা গেছে। এই ৬ টি দোকানের সব গুলোই হিন্দু সম্প্রদায়ের দোকান ছিল বলে জানা যায়। এর মধ্যে ৪ টি ছিল নিত্য দুলাল সাহা, অনুপ সাহা, অশোক সাহা, সনজিদ সাহার মুদি দোকান এবং বাকি ২ টি ছিল গোবিন্দ কুণ্ডু ও গৌতম কুণ্ডুর মিষ্টির দোকান; যা ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ছাড়া ৪টি বাড়িঘর ও এর আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকাসহ স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠে। এই চারটি বাড়ির সবকটিই হিন্দু সম্প্রদায়ের ছিল বলে জানা গিয়েছে। এর মধ্যে ৩ টি বাড়ি ছিল গৌরসাহা, চায়না রানী সাহা, বিপ্লব সাহার বাড়ি যেখানে ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালংকার লুট করা হয় এবং অন্যটি ছিল নাড়ূ গোপালের বসতঘর যেখানে লুটতরাজরা আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত আকাশ সাহার ঘরেও।[১] এছাড়াও ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে সহিংসতাকারীরা আখড়াবাড়ি সার্বজনীন মন্দিরে ইট ছুড়ে[৪] ও রাত ৯ টার দিকে আগুন ধরিয়ে দেয়।[৫]

তথ্যসুত্র[সম্পাদনা]

  1. "Hindu home set on fire in Narail over alleged Facebook post slandering Prophet"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২২-০৭-১৫। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬ 
  2. "ফেসবুকে বিতর্কিত পোস্ট নিয়ে উত্তেজনা, আটক ১"Bangla Tribune। ২০২২-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬ 
  3. সংবাদদাতা, নিজস্ব; বাগেরহাট (২০২২-০৭-১৬)। "নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬ 
  4. প্রতিনিধি, জ্যেষ্ঠ প্রতিবেদক ও নড়াইল; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "ফেইসবুকে 'ধর্ম অবমাননার' অভিযোগে নড়াইলে হিন্দু বাড়িতে আগুন"bangla.bdnews24.com। ২০২২-০৭-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬ 
  5. "লোহাগড়ায় হিন্দুদের দোকানপাট ভাঙচুর, মন্দিরে অগ্নিসংযোগ"SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬