বিষয়বস্তুতে চলুন

হ্যান্স লোটজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হ্যান্স-মার্টিন লোটজ (১ নভেম্বর ১৯৪৭ - ২ মে ২০২১) [] ছিলেন একজন অস্ট্রেলীয় হাতুড়ি নিক্ষেপকারী।

তিনি ১৯৮২ সালের কমনওয়েলথ গেমসে চতুর্থ স্থান অর্জন করেন,[তথ্যসূত্র প্রয়োজন] ১৯৮৫ প্যাসিফিক কনফারেন্স গেমসে রৌপ্য পদক জিতেন [] ১৯৮৫ বিশ্বকাপে ষষ্ঠ স্থান অধিকার করেন [] এবং ১৯৮৬ কমনওয়েলথ গেমসে সপ্তম।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি ১৯৮৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেো প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। []

লোটজ ১৯৮১ এবং ১৯৮২ সালে পশ্চিম জার্মান নাগরিক হিসাবে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন হন, তারপর ১৯৮৩ – ১৯৮৫ সালে অস্ট্রেলীয় নাগরিক হিসাবে। তার প্রধান প্রতিযোগীরা ছিলেন জো কুইগলি এবং শন কার্লিন। [] তার ব্যক্তিগত সেরা থ্রো ছিল ৭৩.৮০ মিটার, যা এপ্রিল ১৯৮৩ সালে মেলবোর্নে অর্জন করেছিলেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "HANS, Lotz | Funeral Notices | Melbourne"Daily Telegraph (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৪ 
  2. "Pacific Conference Championships"GBR Athletics। Athletics Weekly। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৬ 
  3. Results
  4. হ্যান্স লোটজের আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
  5. "Australian Championships"GBR Athletics। Athletics Weekly। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৬ 
  6. "All-Athletics profile"। ১৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২