হোর্হে গোতোর
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হোর্হে গোতোর ব্লাস | ||
জন্ম | ১৪ এপ্রিল ১৯৮৭ | ||
জন্ম স্থান | জারাগোজা, স্পেন | ||
উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | Centre back | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | Bashundhara Kings | ||
জার্সি নম্বর | 34 | ||
যুব পর্যায় | |||
2002–2005 | Zaragoza | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
2005–2008 | Zaragoza B | 45 | (3) |
2008–2009 | Espanyol B | 24 | (1) |
2009–2010 | Murcia B | 25 | (1) |
2010–2011 | Murcia | 17 | (1) |
2011–2012 | হেতাফে বি | 32 | (3) |
2012 | আতলেতিকো বালেয়ারেস | 9 | (1) |
2013 | গিহুয়েলো | 9 | (0) |
2013–2014 | Sariñena | 10 | (1) |
2014 | Erbil | ? | (1) |
2015–2017 | এলদেন্সে | 41 | (2) |
2017 | Mitra Kukar | 24 | (2) |
2018 | New Radiant | ||
2018– | Bashundhara Kings | 4 | (0) |
জাতীয় দল | |||
2004 | Spain U17 | 5 | (0) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 4 November 2018 তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
হোর্হে গোতোর (জন্ম: ১৪ এপ্রিল ১৯৮৭) একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি স্পেন অনূর্ধ্ব-১৭ দলের প্রাক্তন খেলোয়াড় এবং বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দল বসুন্ধরা কিংসে মধ্য রক্ষণভাগে খেলে থাকেন।
ক্লাব কর্মজীবন
[সম্পাদনা]হোর্হে গোতোর জারাগোজাতে জন্মগ্রহণ করেন এবং রিয়েল জারাগোজা একাডেমিতে কিশোর বয়সেই ফুটবলে তার অভিষেক হয়। যুব বয়সে তিনি ২০০৪-০৫ সেশনে জারাগোজা বি দলে হয়ে খেলেন। এরপর তিনি পর্যাক্রমে আরসিডি স্পায়ল, রিয়েল মুরিসিয়া ইম্পেরিয়াল, রিয়েল মুরসিয়া, গেটাফা সিএফবি, সিডি অ্যাটলেটিকো ব্যালেরাস এবং গিহুয়েলোতে খেলেন।
২০১৪ সালের গ্রীষ্মকালে, গোতোর দেশের বাইরে ক্যারিয়ার গড়তে মনোযোগ দেন, তিনি বোরজা রুবিয়াতোর পাশাপাশি খেলার জন্য ইরাকের ইবরিল এসসিতে যোগ দেন। ইবরিলে বোমা হামলার পর ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি চুক্তি শেষ না হওয়ার সত্ত্বেও তিনি দেশ ছেড়ে চলে যান।
২০১৮ সালে মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবে কিছুদিন খেলার পর ২০১৮ সালের ১লা অক্টোবর ৩১ বছর বয়সী গোতোর বাংলাদেশের প্রিমিয়ার লীড়ের ক্লাব বসুন্ধরা কিংসের সাথে চুক্তিবদ্ধ হন।[১]
আন্তর্জাতিক কর্মজীবন
[সম্পাদনা]হোর্হে গোতোর স্পেন জাতীয় অনূর্ধ্ব-১৭ দলে খেলে থাকেন। অনূর্ধ্ব ১৭ দল ৫ ম্যাচ খেললেও কোনো গোল করেননি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "দলবদলে বসুন্ধরা কিংসের চমক"। সমকাল। ২০২২-০৩-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৫।
- ১৯৮৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- স্পেনীয় ফুটবলার
- বসুন্ধরা কিংসের ফুটবলার
- ক্লাব দেপোর্তিবো আতলেতিকো বালেয়ারেসের খেলোয়াড়
- ক্লাব দেপোর্তিবো এলদেন্সের খেলোয়াড়
- হেতাফে ফুটবল ক্লাব বি-এর খেলোয়াড়
- ক্লাব দেপোর্তিবো গিহুয়েলোর ফুটবলার
- রিয়াল মুর্সিয়ার ফুটবলার
- রিয়াল মুর্সিয়া ইম্পেরিয়ালের ফুটবলার
- রিয়াল সারাগোসা বি-এর খেলোয়াড়
- রিয়াল ক্লাব দেপোর্তিউ এস্পানিওল বি-এর খেলোয়াড়
- নিউ রেডিয়েন্ট স্পোর্টস ক্লাবের খেলোয়াড়
- বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- বাংলাদেশে প্রবাসী ফুটবলার
- সারাগোসার ফুটবলার
- সেহুন্দা দিভিসিওন বি-এর খেলোয়াড়
- তেরসেরা দিভিসিওনের খেলোয়াড়
- স্পেনের আন্তর্জাতিক যুব ফুটবলার
- স্পেনীয় প্রবাসী ফুটবলার
- মালদ্বীপে প্রবাসী ফুটবলার