বিষয়বস্তুতে চলুন

হেরাক্লিওন ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হেরাক্লিওন ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন
এইচএফএফ
প্রতিষ্ঠিত১৯২৯; ৯৫ বছর আগে (1929)
সদর দপ্তরহেরাক্লিওন, গ্রিস
ফিফা অধিভুক্তিনেই
এইচএফএফ অধিভুক্তি১৯২৯
সভাপতিগ্রিস নিকোস সোরৎসগ্লু
ওয়েবসাইটepsirak.gr

হেরাক্লিওন ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন (গ্রিক: Ένωση Ποδοσφαιρικών Σωματείων Ηρακλείου, ইংরেজি: Heraklion Football Clubs Association; এছাড়াও সংক্ষেপে এইচএফসিএ নামে পরিচিত) হচ্ছে গ্রিসের হেরাক্লিওনের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।[১][২] এই সংস্থাটি ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি এইচএফএফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গ্রিসের হেরাক্লিওনে অবস্থিত।

এই সংস্থাটি আঞ্চলিক কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[৩] বর্তমানে হেরাক্লিওন ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন নিকোস সোরৎসগ্লু

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]