হেনরি কাউপার (মৃত্যু ১৮৮৭)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হেনরি ফ্রেডরিক কাউপার (১৮ এপ্রিল ১৮৩৬ - ১০ নভেম্বর ১৮৮৭) একজন ব্রিটিশ লিবারেল পার্টির রাজনীতিবিদ ছিলেন।

কাউপার ছিলেন জর্জ কাউপার, ৬ষ্ঠ আর্ল কাউপার এবং তার স্ত্রী অ্যান (পরে ক্রুডওয়েলের ৬ষ্ঠ ব্যারনেস লুকাস), টমাস ডি গ্রে, ২য় আর্ল ডি গ্রে- এর কন্যা। ফ্রান্সিস কাউপার, ৭ম আর্ল কাউপার, তার বড় ভাই ছিলেন। ১৮৬৫ সালে হার্টফোর্ডশায়ারের তিনজন প্রতিনিধি হিসেবে তিনি হাউস অফ কমন্সে প্রবেশ করেন, এই আসনটি ১৮৮৫ সালে নির্বাচনী বিলুপ্তি না হওয়া পর্যন্ত তিনি ছিলেন। তিনি হার্টফোর্ডের নতুন আসনে লড়াই করেছিলেন কিন্তু ব্যর্থ হন।

কাউপার ১৮৮৭ সালের নভেম্বরে ৫১ বছর বয়সে মারা যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]