হুয়ান পাদ্রোস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হুয়ান পাদ্রোস
১৯০২-এ হুয়ান পাদ্রোস
রিয়াল মাদ্রিদের ২য় সভাপতি
কাজের মেয়াদ
৬ মার্চ ১৯০২ – জানুয়ারি ১৯০৪
পূর্বসূরীহুলিয়ান পালাসিওস
উত্তরসূরীকার্লোস পাদ্রোস
ব্যক্তিগত বিবরণ
জন্মহুয়ান পাদ্রোস রুবিও
(১৮৬৯-১২-০১)১ ডিসেম্বর ১৮৬৯
বার্সেলোনা, স্পেন রাজ্য
মৃত্যু১১ মে ১৯৩২(1932-05-11) (বয়স ৬২)
এরিনাস দে স্যান পেদ্রো, স্পেনীয় প্রজাতন্ত্র
পেশাব্যবসায়ী

হুয়ান পাদ্রোস রুবিও (জন্ম:১ ডিসেম্বর ১৮৬৯,বার্সেলোনা) ছিলেন রিয়াল মাদ্রিদের দ্বিতীয় আনুষ্ঠানিকভাবে স্বীকৃত সভাপতি। রিয়াল মাদ্রিদের তৈরি হওয়ার প্রায় ২ বছর পর তিনি ১৯০৬ সালের ৬ মার্চ সভাপতি পদ গ্রহণ করেন।[১] তিনি ১৯০৪ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে রয়েছেন, তারপর তার ভাই কার্লোস পাদ্রোস তার জায়গা নেন। তাদের মধ্যে উভয়ই কাতালান ব্যবসায়ী যারা মাদ্রিদে চলে এসেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Juan Padros ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ এপ্রিল ২০১০ তারিখে Real Madrid C.F. Retrieved 12 February 2010.
অন্যান্য অফিস
পূর্বসূরী
হুলিয়ান পালাকিওস
রিয়াল মাদ্রিদের সভাপতি
১৯০২–১৯০৪
উত্তরসূরী
কার্লোস পাদ্রোস