হিস্টোরিয়া স্কলাস্টিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিস্টোরিয়া স্কলাস্টিকার সামনের প্রচ্ছদ

হিস্টোরিয়া স্কলাস্টিকা দ্বাদশ শতাব্দীর বাইবেল ভাষান্তর যা ফরাসি ধর্মতাত্ত্বিক লেখক পেট্রাস কমেস্টর মধ্যযুগীয় ল্যাটিন ভাষায় লিখে গেছেন। এখানে বাইবেলের বিষয়বস্তু উল্লেখ করার পাশাপাশি গীর্জার ফাদার ও উৎকৃষ্ট পন্ডিতদের বিভিন্ন কাজের ব্যাপারে উল্লেখ রয়েছে। এটি লেখার উদ্দেশ্য ছিল মধ্যযুগের ইউরোপের সর্বজনীন ইতিহাসের ব্যাপারে ধারণা দেওয়া। [১] [১][২]

হিস্টোরিয়া স্কলাস্টিকা ইউনিভার্সিটি অফ প্যারিস, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কিছু বিশ্ববিদ্যালয় এর মূল পাঠ্যক্রমের আবশ্যক বিষয় ছিল। এছাড়াও ১১৭৩ সালের দিকে এটি বাইবেল সম্বন্ধনীয় জ্ঞান অর্জনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে ভূমিকা রেখেছে। [৩] যদিও ১৩৫০ এর পরে হিস্টোরিয়া স্কলাস্টিকা ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু হয়। [১][৪] বইটি প্রায় সে সময়ের সকল ইউরোপীয় আঞ্চলিক ভাষা তে অনুবাদ করা হয়েছে। [১] অনুচ্ছেদের ভাষান্তর এবং সংক্ষিপ্তকরণের বেশিরভাগই হয়েছে লাতিন ও সেদিকের অন্যান্য আঞ্চলিক ভাষায়। [১]

হিস্টোরিয়া স্কলাস্টিকা পৃথিবীর অন্যতম একটি ইনকিউন্যাবল। ইনকিউন্যাবল হলো এমন কিছু হস্তলিখিত পুস্তক যা ইউরোপে ষোড়শ শতাব্দীর আগে ছাপানো হয়েছে। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Morey, James H. (জানুয়ারি ১৯৯৩)। "Peter Comestor, Biblical Paraphrase, and the Medieval Popular Bible"Speculum68 (1): 6–35। ডিওআই:10.2307/2863832 
  2. Jones, Gareth; Arrandale, Rick (২০০৭)। Blackwell Companion to Modern Theology। Blackwell। পৃষ্ঠা 136। আইএসবিএন 1-4051-5975-8 
  3. Ma'oz, Moshe (২০০৯)। The Meeting of Civilizations: Muslim, Christian, and Jewish। Sussex Academic Press। পৃষ্ঠা 48–50। আইএসবিএন 1-84519-395-4 
  4. Seybolt, Robert Francis (জুলাই ১৯৪৬)। "The Legenda Aurea, Bible, and Historia Scholastica"Speculum21 (3): 339–342। ডিওআই:10.2307/2851378