পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হিডকো থেকে পুনর্নির্দেশিত)
পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা
শিল্পপরিকাঠামো উন্নয়ন
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
পশ্চিমবঙ্গ, ভারত
পরিষেবাসমূহআবাসন পরিকাঠামো উন্নয়ন
মালিকপশ্চিমবঙ্গ সরকার
মাতৃ-প্রতিষ্ঠানপশ্চিমবঙ্গ সরকার
ওয়েবসাইটwww.wbhidcoltd.com

পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা বা হিডকো হল একটি সরকারি সংস্থা যেটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আবাসন, প্রকল্প, উদ্যান, জাদুঘর এবং সাবওয়ে ও উড়ালপুল সহ বিভিন্ন নির্মাণকার্যের দায়িত্বপ্রাপ্ত। এটির প্রধান কার্যালয় রাজ্যের রাজধানী কলকাতা শহরের নিউ টাউন অঞ্চলে।[১] নিউ টাউন উপনগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পও এই সংস্থার হাতে ন্যস্ত। এই অঞ্চলের রাস্তাঘাট, পয়ঃপ্রণালী, জল সরবরাহ ব্যবস্থা, প্রধান সৌন্দর্যায়ন প্রকল্প ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলি পরিকল্পনার ভিত্তিতে হিডকোই করেছে। আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সাহায্যে এই অঞ্চলে বিভিন্ন তথ্যপ্রযুক্তি ক্যাম্পাস গড়ে তুলতেও হিডকো সাহায্য করেছে।

কলকাতা মিউজিয়াম অফ মডার্ন আর্ট, প্রকৃতি তীর্থ,[২] কলকাতা আন্তর্জাতিক অর্থনীতি কেন্দ্র, রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, এন-এস করিডোর, কনভেনশন সেন্টার প্রভৃতি প্রকল্পের কাজ হিডকো করেছে।

হিডকো ভবন, নারকেল বাগান, নিউ টাউন
রবীন্দ্র তীর্থ
নিউ টাউন ইকো পার্ক

See also[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]