হাসান মুয়াথ ফাল্লাতাহ
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হাসান মুয়াথ ফাল্লাতাহ | ||
জন্ম | ২৭ জানুয়ারি ১৯৮৬ | ||
জন্ম স্থান | মদিনা, সৌদি আরব | ||
উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল |
আল-শাবাব (আল-ফায়হা হতে ধারে) | ||
জার্সি নম্বর | ১৩ | ||
যুব পর্যায় | |||
২০০০–২০০৩ | আল-আনসার | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৩–২০০৪ | আল-আনসার | ২৫ | (৫) |
২০০৪–২০১৭ | আল-শাবাব | ১৭১ | (১৪) |
২০১৭– | আল-ফায়হা | ১২ | (২) |
২০১৮– | → আল-শাবাব (ধার) | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০৪– | সৌদি আরব | ৬৮ | (৪) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২ জানুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
হাসান মুয়াথ ফাল্লাতাহ (আরবি: حسن معاذ فلاته; জন্ম: ২৭ জানুয়ারি ১৯৮৬) হলেন সৌদি আরবের একজন ফুটবলার, যিনি সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব আল-ফায়হা এবং সৌদি আরব জাতীয় দলে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। বর্তমানে তিনি আল-ফায়হা হতে আল-শাবাব ক্লাবে ধারে খেলছেন।
ক্লাব ক্যারিয়ার
[সম্পাদনা]আল-শাবাব
[সম্পাদনা]২০০৪ সালে, হাসান আল-আনসার হতে আল-শাবাবে স্থানাতরিত হন। তার দ্বিতীয় মৌসুমে, তিনি উক্ত ক্লাবের হয়ে সৌদি প্রিমিয়ার লিগ করতে সক্ষম হন। ২০০৮ সালের ৩০শে নভেম্বর, আল-শাবাবের হয়ে হাসান আল-রায়েদের বিরুদ্ধে ৪৫+৩ মিনিটে তার প্রথম গোলটি করেন; উক্ত খেলায় তার দল ৪–০ গোলে জয়লাভ করে।[১] ২০১৪ সালে, উক্ত ক্লাবের হয়ে হাসান লিগ জয়ের পাশাপাশি সুপার কাপ জয় করতে সক্ষম হন। দীর্ঘ ১৫ বছর আল-শাবাবের হয়ে খেলার পর, ২০১৭ সালে, হাসান উক্ত ক্লাব ত্যাগ করেন।
আল-ফায়হা
[সম্পাদনা]২০১৭ সালের ১৩ জুলাই, হাসান আল-শাবাব হতে সৌদি প্রিমিয়ার লিগে নতুন উত্তীর্ণ দল আল-ফায়হার সাথে ২ বছরের চুক্তি স্বাক্ষর করেন।[২] একই বছরের ১০ আগস্ট, হাসান এই ক্লাবের হয়ে আল-হিলালের বিরুদ্ধে অভিষেক করেন; উক্ত খেলায় তার দল ২–১ গোলে হেরে যায়।[৩]
সম্মাননা
[সম্পাদনা]ক্লাব
[সম্পাদনা]- সৌদি প্রিমিয়ার লিগ (২): ২০০৫-০৬, ২০১১-১২
- কিংস কাপ (৩): ২০০৮, ২০০৯, ২০১৪
- সৌদি সুপার কাপ (১): ২০১৪
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে হাসান মুয়াথ ফাল্লাতাহ (ইংরেজি)