হাসান আওরিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হাসান আওরিদ (জন্ম ১৯৬২) (আরবি: حسن أوريد) একজন মরক্কোর লেখক। তিনি ইরাকিডিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি করেছেন এবং মোহাম্মদ ভি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন। তিনি আরবি এবং ফরাসি উভয় ভাষায় ব্যাপকভাবে প্রকাশ করেছেন। তিনি অর্ধডজন উপন্যাস লিখেছেন। এদের মধ্যে রয়েছে:

  • উইস্টফুল কনভার্সন (২০১৫)
  • মরিস্কো (২০১১ সালে ফরাসি এবং ২০১৭ সালে আরবি ভাষায় প্রকাশিত)
  • বায়োগ্রফি অফ এ ডানকি (২০১৪)
  • সিন্ত্রা (২০১৭)
  • কর্ডোবা স্প্রিং (২০১৭)
  • মুতানাব্বির রাবাত (২০১৮)

মুতানাব্বির রাবাত ২০২০ সালে আরবি বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।[১][২]

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

হাসান আওরিদ এরাচিডিয়ায় জন্মগ্রহণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]