হারুনা সুবুগা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হারুনা সুবুগা
দেশউগান্ডা
জন্ম (1991-12-24) ২৪ ডিসেম্বর ১৯৯১ (বয়স ৩২)[১]
কিরেকা, উগান্ডা
খেতাবফিদে মাস্টার (২০১৬)
সর্বোচ্চ রেটিং২২৬৩ (জুন ২০১৯)

হারুনা সুবুগা একজন উগান্ডীয় দাবাড়ু।

দাবা ক্যারিয়ার[সম্পাদনা]

সুবুগা ১৪ বছর বয়সে দাবা খেলা শুরু করেন। এলিজা ইমোজং ছিলেন তার প্রশিক্ষক।[২]

২০১১ সালে, তিনি জুনিয়র চ্যাম্পিয়নশিপ এবং উগান্ডা জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, একমাত্র উগান্ডার খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।[৩]

ফেব্রুয়ারী ২০১৮ সালে, তিনি সেন্ট লুই চেস ওপেনে অংশগ্রহণ করেন এবং মিশেল জিয়ালর, সের্গেই প্রকোপিয়েভ এবং টিমোথি কেটকে এগিয়ে রেখে বয়স্ক বিভাগে জিতেছিলেন।[৪]

সুবুগা ২০২৩ দাবা বিশ্বকাপে খেলতে সক্ষম হয়েছিল[৫] আজারবাইজানে যাওয়ার জন্য তার প্রয়োজনীয় অতিরিক্ত তহবিল পাওয়ার পরে।[৬] আর্থার সেগওয়ানির পর তিনি দ্বিতীয় উগান্ডীয় যিনি দাবা বিশ্বকাপে অংশগ্রহণ করেন।[৭] ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে আরও দুটি আইএম নর্ম অর্জন করে আন্তর্জাতিক মাস্টার হওয়ার লক্ষ্য ছিল তার।[৮] ইভেন্টে, তিনি প্রথম রাউন্ডে জুলেস মুসার্ডের কাছে পরাজিত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mubayiwa, Tendai (অক্টোবর ১৫, ২০১৮)। "INTERVIEW WITH FM HARUNA NSUBUGA" 
  2. "FM HARUNA NSUBUGA – OFFICIAL REPRESENTATIVE OF UGANDA AT THE FIDE CHESS WORLD CUP 2023"। এপ্রিল ১৭, ২০২৩। 
  3. "FM Haruna Nsubuga Wins 2021 Mombasa Open Chess Championship."। অক্টোবর ১৭, ২০২১। 
  4. "St Louis Chess Open - Fide master Haruna Nsubuga the winner"। মার্চ ১, ২০১৮। 
  5. "FIDE World Cup 2023: Preliminary lists of eligible players announced" 
  6. "Nsubuga in tight spot over Chess World Cup"। মার্চ ১৫, ২০২৩। 
  7. Malinga, Marion (এপ্রিল ১৬, ২০২৩)। "Chess: Haruna Nsubuga Clinches Isiiko Memorial Tourney"। জুলাই ১৪, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১, ২০২৪ 
  8. "CHESS Ugandan chess star Haruna Nsubuga seeks backing to reach global stage"। এপ্রিল ৭, ২০২৩। 

বহিঃসংযোগ[সম্পাদনা]