হারকিউলিস গুবরেপোকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হারকিউলিস গুবরেপোকা
Hercules beetle
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: আর্থ্রোপোড
শ্রেণী: কীট
বর্গ: গুবরে পোকা
পরিবার: Scarabaeidae
গণ: Dynastinae
প্রজাতি: hercules
দ্বিপদী নাম
Dynastinae hercules

বৈশিষ্ট্য[সম্পাদনা]

এদের মাথায় কাকড়ার মত দাড়া থাকে যা দিয়ে সে নিজের চাইতে ৮৫০ গুণ বেশি ভারী বস্তু তুলতে সক্ষম। যখন সঙ্গী পাওয়ার জন্য অন্য প্রতিদ্বন্দ্বীদের সাথে লড়াই করতে হয় তখন এই দাড়া দিয়েই সে তার প্রতিদ্বন্দ্বীকে তুলে ধরে নিচে ফেলে দেয়। যে পরে যায় তারই হার হয়। হারকিউলিস গুবরেপোকার পুরুষেরই এই দাড়া থাকে। স্ত্রী পোকার মাথায় সুইয়ের মত লম্বা হুল থাকে। তাদেরকে দক্ষিণ মেক্সিকো থেকে বলিভিয়া পর্যন্ত অঞ্চলে দেখতে পাওয়া যায়।

তথ্যসূত্র[সম্পাদনা]