হামিদা বানু শোভা
হামিদা বানু শোভা এমপি | |
---|---|
৩৬ নং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০৯ – ২০১৪ | |
নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
পূর্বসূরী | এন.কে. আলম চৌধুরী |
উত্তরসূরী | জাফর ইকবাল সিদ্দিকী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ডোমার, নীলফামারী | ২ ফেব্রুয়ারি ১৯৫৪
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
অন্যান্য রাজনৈতিক দল | মহাজোট |
পেশা | রাজনীতি |
জীবিকা | ব্যবসায় |
হামিদা বানু শোভা (জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৫৪)[১] হলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তিনি কুইন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি নীলফামারী-১ থেকে নির্বাচিত অষ্টম জাতীয় সংসদের এবং নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]হামিদা বানু শোভা ১৯৫৪ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]হামিদা বানু শোভা ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসন থেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন।[২] এর পূর্বে ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু পরাজিত হন। ২০০৮ সালে নির্বাচনে তিনি মনোনয়ন পাননি কিন্তু আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩৬ এর জন্য সদস্য মনোনীত হন।[৩] ২০০৯ সাল থেকে শোভা আওয়ামী লীগের সাব-কমিটির সহকারী সেক্রেটারি হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Members of Parliament: Profile"। LCG Bangladesh। ২০১০-১১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Statistical Report: 8th Parliament Election" (পিডিএফ)। Election Commission Bangladesh। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "৯ম জাতীয় সংসদ সদস্য তালিকা"। www.parliament.gov.bd। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Assistant Secretaries of Sub-Committee"। Bangladesh Awami League। ২০০৯-০৩-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।