বিষয়বস্তুতে চলুন

হামজা ক্রামৌ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হামজা ক্রামৌ

পদক রেকর্ড
 আলজেরিয়া-এর প্রতিনিধিত্বকারী
পুরুষদের মুষ্টিযুদ্ধ
জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৬ আগাদির ফেদারওয়েট
আরব চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ফেব্রুয়ারি ২০০৭লাইটওয়েট
হামজা ক্রামৌ

হামজা ক্রামৌ (জন্ম ৩রা ফেব্রুয়ারি, ১৯৮৮) একজন আলজেরীয় অপেশাদার মুষ্টিযোদ্ধা। তিনি ২০০৬ জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন। এছাড়া তিনি ২০০৮ অলিম্পিকেও প্রতিদ্বন্দ্ব্বিতা করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

ক্রামৌ ২০০৬ সালে আগাদিরে অনুষ্ঠিত জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপের ফেদারওয়েট বিভাগের সেমিফাইনালে কিউবার ইয়োর্ডান ফ্রোমেটার কাছে পরাস্ত হয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। তিনি ফেব্রুয়ারি ২০০৭-এর আরব চ্যাম্পিয়নশিপে ফেদারওয়েট খেতাব জেতেন এবং পরে লাইটওয়েট বিভাগে উত্তীর্ণ হন। নিজের দেশে অনুষ্ঠিত ২০০৭ সারা আফ্রিকা গেমসে তিনি ওয়েথু মবিরার কাছে পরাজিত হন। ফলে কোনো পদক জিততে পারেননি। তবে ২০০৮ অলিম্পিকের যোগ্যতাপর্বে তিনি মবিরার কাছে হারের বদলা নেন। এছাড়াও তাহের তামসামানিকে হারান ও অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন। যদিও ফাইনালে সইফেদ্দিন নেজমাউই-এর কাছে পরাজিত হন। ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকসে প্রথম রাউন্ডেই ফেভারিট ইয়োর্ডেনিস উগাসের কাছে ৩:২১-এ পরাজিত হন।

বহিঃসংযোগ

[সম্পাদনা]