হামজাহ আলাআ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হামজাহ আলাআ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হামজাহ আলাআ আব্দুল্লাহ
জন্ম (2001-03-01) ১ মার্চ ২০০১ (বয়স ২৩)
জন্ম স্থান মিশর
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল আহলি
জার্সি নম্বর ৩৩
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

হামজাহ আলাআ আব্দুল্লাহ (আরবি: حمزة علاء, ইংরেজি: Hamza Alaa; জন্ম: ১ মার্চ ২০০১; হামজাহ আলাআ নামে সুপরিচিত) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মিশরের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব আল আহলি এবং মিশর জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

হামজাহ আলাআ আব্দুল্লাহ ২০০১ সালের ১লা মার্চ তারিখে মিশরে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Al Ahly Players" [আল আহলি খেলোয়াড়]। alahlyegypt.com (ইংরেজি ভাষায়)। কায়রো: আল আহলি স্পোর্টিং ক্লাব। ৫ অক্টোবর ২০২০। ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]