হাভি গালান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাভি গালান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হাভিয়ের গালান গিল
জন্ম (1994-11-19) ১৯ নভেম্বর ১৯৯৪ (বয়স ২৯)
জন্ম স্থান বাদাহোস, স্পেন
উচ্চতা ১.৭২ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আতলেতিকো মাদ্রিদ
জার্সি নম্বর ১৭
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:৩৮, ৯ নভেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

হাভিয়ের গালান গিল (স্পেনীয়: Javi Galán; জন্ম: ১৯ নভেম্বর ১৯৯৪; হাভি গালান নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব আতলেতিকো মাদ্রিদের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

হাভিয়ের গালান গিল ১৯৯৪ সালের ১৯শে নভেম্বর তারিখে স্পেনের বাদাহোসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Página oficial del Atlético de Madrid" [আতলেতিকো মাদ্রিদের মূল পাতা]। atleticodemadrid.com (ইংরেজি ভাষায়)। আতলেতিকো মাদ্রিদ। ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩ 
  2. "Official Atlético de Madrid staff in 2023/24 – LALIGA" [২০২৩/২৪-এ আতলেতিকো মাদ্রিদের কর্মকর্তা – লা লিগা]। laliga.com (ইংরেজি ভাষায়)। লা লিগা। ১৯ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]