হাকাম
অবয়ব
হাকাম (আরবি: حكم ), ইসলামে ঈশ্বরের নামগুলির মধ্যে একটি, যার অর্থ "বিচারক", "বিচার প্রদানকারী", বা "সালিশকারী"। এটি ব্যক্তি নাম হিসেবেও ব্যবহৃত হয়।[১]
আল্লাহর নাম হিসেবে
[সম্পাদনা]ইসলামি বিশ্বাসে "আল-হাকাম" হলেন তিনি যিনি সর্বদা, প্রতিটি পরিস্থিতিতে, সবার কাছে ন্যায়বিচার প্রদান করেন। তাঁর কর্তৃত্ব ও আদেশ ছাড়া সৃষ্টির মধ্যে কিছুই ঘটে না। আল-হাকাম কখনো কারো প্রতি অন্যায় করে না এবং কখনো অত্যাচারী হয় না। তিনিই একমাত্র সত্য বিচারক; কেউ তাঁর রায়কে বাতিল করতে পারে না বা তাঁর আদেশ পরিবর্তন করতে পারে না।[২]
হাকাম মূল থেকে এসেছে হা - কাফ-মীম ح ک م যা বিচার করা, জ্ঞানী হওয়া, রায় দেওয়া এবং মানুষকে অন্যায় করা থেকে বিরত রাখা বা প্রতিরোধ করার বৈশিষ্ট্যকে বোঝায়।
বহিঃসংযোগ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Al-Hakam: The Impartial Judge (28 / 99 Names of Allah)"। My Islam। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "29. Al-Hakam الحكم"। www.al-islam.org (ইংরেজি ভাষায়)। www.al-islam.org। ১৯ ফেব্রুয়ারি ২০২১।