বিষয়বস্তুতে চলুন

হলদেচাঁদি কাঠকুড়ালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হলদেচাঁদি কাঠকুড়ালি
Dendrocopos mahrattensis
Male at Tadoba Andhari Tiger Project
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
উপপর্ব: Vertebrata
শ্রেণী: Aves
বর্গ: Piciformes
পরিবার: Picidae
গণ: Leiopicus
প্রজাতি: L. mahrattensis
দ্বিপদী নাম
Dendrocopos mahrattensis
(Latham, 1802)
প্রতিশব্দ
  • Dendrocopos mahrattensis

হলদেচাঁদি কাঠকুড়ালি (Leiopicus mahrattensis) বা মহরতা কাঠকুড়ালি দক্ষিণ এশিয়ায় পাওয়া এক প্রজাতির ছোট কাঠঠোকড়া। এটি লাইওপিকাস (Leiopicus) গণের একমাত্র প্রজাতি। এটি বিশ্বে বিপদমুক্ত এবং বাংলাদেশে বিরল আবাসিক পাখি। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত। পাখিটি হলদেকপাল পাকড়া কাঠঠোকরা নামেও পরিচিত।

বর্ণনা

[সম্পাদনা]

হলদেচাঁদি কাঠকুড়ালি একটি মাঝারি-ছোট (১৭.৫ সেমি, ৬.৯ ইঞ্চি, ২৮-৮৬ গ্রাম, ১-১.০ আউন্স), ফ্যাকাশে-মাথাযুক্ত ছোট কাঠঠোকড়া। উপরের অংশগুলো (পিঠ, কাঁধ, ডানা) কালো, ভারী সাদা ছোপযুক্ত। নিচের অংশগুলোর মধ্যে গলা সাদা, বুকের নিচের অংশ পীতাভের ওপর কালচে ডোরা, পেটের নিচ লাল। অনিয়মিত বাদামী গাল এবং ঘাড়ের প্যাচগুলি। মহিলাদের মুকুট এবং ঘাড় সোনালী বাদামি। পুরুষ পাখির মুকুট হলুদ, চাঁদির পিছন ও ঘাড় উজ্জ্বল লাল।

এরা সাধারণত পোকামাকড় খেয়ে থাকে। তবে ফুলের মধুও খায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Dendrocopos mahrattensis"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2012.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। 2012। সংগ্রহের তারিখ 24/10/2012  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)