স্লিউথ (১৯৭২ চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্লিউথ
স্লিউথ ছবির পোস্টার
পরিচালকJoseph L. Mankiewicz
প্রযোজকMorton Gottlieb
রচয়িতাAnthony Shaffer
শ্রেষ্ঠাংশেLaurence Olivier
Michael Caine
সুরকারJohn Addison
চিত্রগ্রাহকOswald Morris
সম্পাদকRichard Marden
পরিবেশকTwentieth Century Fox
মুক্তি১০ ডিসেম্বর, ১৯৭২ (ইউ.এস রিলিজ)
স্থিতিকাল১৩৮ মিনিট
দেশযুক্তরাজ্য
ভাষাইংরেজি

স্লিউথ হলো ১৯৭২ সালের একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটি তৈরি করা হয়েছিল এন্থনি শেফার কর্তৃক লিখিত টনি এওয়ার্ড প্রাপ্ত একই নামের একটি মঞ্চনাটক হতে। চলচ্চিত্রটির জন্য পান্ডুলিপি-টি লিখেছিল শেফার-ই, এর পরিচালনায় ছিলেন জোসেফ এল. ম্যানকিউইকজ, তারকারা ছিলেন লউর‌্যান্স অলিভিয়ার এবং মাইকেল কেইন

দর্শক প্রতিক্রিয়া[সম্পাদনা]

এই চলচ্চিত্রটি প্রচন্ডভাবে ইতিবাচক সমালোচনা লাভ করে, যার মাঝে রোটেন টমেটো নামক চলচ্চিত্র সমালোচক সাইট-এ [১] ৯৬% ইতিবাচক সমালোচনা পায়।

২০০৭ এর পুন:চলচ্চিত্রায়ন[সম্পাদনা]

৭ সেপ্টেম্বর, ২০০৬ এ কেনেথ ব্রানাঘ ভেনিস চলচ্চিত্র উতসবে এর পুন:চলচ্চিত্রায়নের ঘোষণা দেন, যা ২৩ নভেম্বর ২০০৭, শুক্রবারে যুক্তরাজ্যে রিলিজ পায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]