স্যার জন লোথার, লোথারের ১ম ব্যারোনেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্যার জন লোথার, ১ম ব্যারোনেট (২০ ফেব্রুয়ারি ১৬০৫ - ৩০ নভেম্বর ১৬৭৫) ছিলেন একজন ইংরেজ আইনজীবী, জমির মালিক এবং রাজনীতিবিদ যিনি ১৬২৮ এবং ১৬৬০ সালে ওয়েস্টমোরল্যান্ডের জন্য হাউস অফ কমন্সে বসেছিলেন। তিনি ইংরেজ গৃহযুদ্ধে কোন বড় অংশ নেননি।

জীবন[সম্পাদনা]

লোথার ছিলেন লোথার হলের স্যার জন লোথারের জ্যেষ্ঠ পুত্র এবং তার স্ত্রী এলেনর ফ্লেমিং, রাইডালের উইলিয়াম ফ্লেমিং এর কন্যা। তিনি ১৬২১ সালে অভ্যন্তরীণ মন্দিরে যোগদান করেন এবং ১৬৩০ সালে তাকে বারে ডাকা হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Lowther, Sir John I (1606–75), of Lowther Hall, Westmld."। History of Parliament Online। সংগ্রহের তারিখ ২০১১-০৯-০৫