বিষয়বস্তুতে চলুন

স্যার চার্লস ট্যালবট, ২য় ব্যারোনেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্যার চার্লস ট্যালবট, ২য় ব্যারোনেট (৮ নভেম্বর ১৭৫১ - ৩ নভেম্বর ১৮১২) ছিলেন একজন ব্রিটিশ রাজনীতিবিদ।

আর্ল অফ শ্রুসবারির নেতৃত্বে টালবট পরিবারের জুনিয়র শাখার সদস্য, টালবট ছিলেন স্যার চার্লস হেনরি টালবটের ছেলে, ১ম ব্যারোনেট, মেজর-জেনারেল শেরিংটন ট্যালবোটের ছেলে, উইলিয়াম টালবোটের ছেলে, ডারহামের বিশপ। চার্লস ট্যালবট, ১ম ব্যারন ট্যালবট ছিলেন তার চাচা এবং উইলিয়াম ট্যালবট, ১ম আর্ল ট্যালবট, তার চাচাতো ভাই।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি ১৮০০ থেকে ১৮০২ সাল পর্যন্ত ওয়েবলির সংসদ সদস্য হিসেবে, [] ১৮০৩ থেকে ১৮০৬ সাল পর্যন্ত রাইয়ের জন্য [] এবং ১৮১২ সালে ব্লেচিংলির সংসদ সদস্য ছিলেন।[]

ট্যালবট কখনো বিয়ে করেননি। তিনি ১৮১২ সালের নভেম্বর মাসে ৬০ বছর বয়সে মারা যান এবং তার ছোট ভাই জর্জ এই উপাধিতে স্থলাভিষিক্ত হন।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

[সম্পাদনা]