স্প্রে ডায়িং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পরীক্ষাগারে স্প্রে ড্রায়িং

স্প্রে ড্রায়িং হচ্ছে এক ধরনের শুষ্ককরণ প্রক্রিয়া যেখানে তরল বা আংশিক তরল কোন বস্তু থেকে গরম গ্যাসের সাহায্যে পাওডার তৈরি করা হয়। যেসকল বস্তু তাপ সংবেদনশীল তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া বেশ কার্যকর। অনেক খাদ্য এবং ওষুধের ক্ষেত্রে এই প্রক্রিয়া অবলম্বন করা হয়। শুষ্ককরণ প্রক্রিয়ায় বাতাসকেই ব্যবহার করা হয়। তবে তরল পদার্থ যদি দাজ্ব্য পদার্থ হয় সেক্ষেত্রে বাতাসের পরিবর্তে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়।[১]

প্রতিটি স্প্রে ড্রায়িং যন্ত্রে অটোমাইজার বা স্প্রে নোজল নামে একটি যন্ত্রাংশ থাকে। এর কাজ হচ্ছে তরল পদার্থকে খুব ছোট ছোট ফোঁটায় বের করে দেয়া। অর্থাৎ স্প্রে করা। স্প্রে নোজলের সাহায্যে তরল পদার্থের ফোঁটার আকারও নিয়ন্ত্রণ করা যায়।[২] তবে ভিন্নরকমের নোজলও রয়েছে। তরল পদার্থের ফোঁটার আকার সাধারণত ১০ থেকে ৫০০ মাইক্রো মিটার পর্যন্ত হয়ে থাকে।[৩]

সাধারণত সবচেয়ে পরিচিত স্প্রে ড্রায়ার সিংগেল ইফেক্টের হয়ে থাকে। কারণ এখানে বাতাস ঢোকার জন্য মাত্র একটি জায়গায়ই থাকে। বাতাস যেদিক দিয়ে প্রবাহিত হয়, তৈরিকৃত পাওডারগুলোও সেদিকেই প্রবাহিত হয়। তবে এইক্ষেত্রে বাতাসের ধূলিকণা পাওডারের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যা থেকে বাঁচার জন্য নতুন ধরনের কিছু স্প্রে ড্রায়ার তৈরি করা হয়েছে যেটাকে বলা হয় মাল্টিপল ইফেক্ট স্প্রে ডায়ার।

স্প্রে ড্রায়িং এর ব্যবহার[সম্পাদনা]

খাদ্য: পাওডার দুধ, কফি, চা, ডিম, শস্য, মশলা, রক্ত[৪], স্টার্চ, ভিটামিন, এনজাইম, পশু খাদ্য

ওষুধ: এন্টোবায়োটিক্স, মেডিকেলের সরঞ্জাম,[৫][৬]

ইন্ডাট্রি: সিরামিক শিল্প, রঙ শিল্প

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. A. S. Mujumdar (২০০৭)। Handbook of industrial drying। CRC Press। পৃষ্ঠা 710। আইএসবিএন 978-1-57444-668-5 
  2. "Contract Spray Dryer & Spray Drying Services | Elan" 
  3. Walter R. Niessen (২০০২)। Combustion and incineration processes। CRC Press। পৃষ্ঠা 588। আইএসবিএন 978-0-8247-0629-6 
  4. Heuzé V.; Tran G. (২০১৬) [Last updated on March 31, 2016, 10:31]। "Blood meal"Feedipedia। a programme by INRA, CIRAD, AFZ and FAO। 
  5. Ting, Jeffrey M.; Porter, William W.; Mecca, Jodi M.; Bates, Frank S.; Reineke, Theresa M. (২০১৮-০১-১০)। "Advances in Polymer Design for Enhancing Oral Drug Solubility and Delivery"। Bioconjugate Chemistry (ইংরেজি ভাষায়)। 29 (4): 939–952। আইএসএসএন 1043-1802ডিওআই:10.1021/acs.bioconjchem.7b00646পিএমআইডি 29319295 
  6. Ricarte, Ralm G.; Van Zee, Nicholas J.; Li, Ziang; Johnson, Lindsay M.; Lodge, Timothy P.; Hillmyer, Marc A. (২০১৯-০৯-০৫)। "Recent Advances in Understanding the Micro- and Nanoscale Phenomena of Amorphous Solid Dispersions"। Molecular Pharmaceutics16 (10): 4089–4103। আইএসএসএন 1543-8384ডিওআই:10.1021/acs.molpharmaceut.9b00601পিএমআইডি 31487183