স্পিরো কেসেরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্পিরো কেসেরা (আলবেনীয়: Spiro Ksera, গ্রিক: Σπύρος Ξέρας, স্পাইরোস জেরাস) একজন গ্রীক বংশোদ্ভূত আলবেনীয় রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল [১] আলবেনিয়ার শ্রম, সামাজিক বিষয় এবং সমান সুযোগের মন্ত্রী ছিলেন। তিনি প্রথমে গ্রীক সংখ্যালঘুদের ইউনিটি ফর হিউম্যান রাইটস পার্টির সদস্য ছিলেন কিন্তু পরে আলবেনিয়ার ডেমোক্রেটিক পার্টির সদস্য হন।[তথ্যসূত্র প্রয়োজন]

কেসেরা, একজন জাতিগত গ্রীক, ড্রপুল অঞ্চলের ডারভিসান শহরে জন্মগ্রহণ করেন এবং তিরানা বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন করেন। ২০০৫-২০০৯ সময়কালে তিনি দক্ষিণ আলবেনিয়ার জিরোকাস্টার কাউন্টির কর্তা ছিলেন। [২]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Albanian PM Presents New Cabinet. BalkanInsight.com
  2. Spiro Ksera ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১০-০২-২১ তারিখে. Partia Dimokratike e Shiperise. (Albanian)

বহিঃসংযোগ[সম্পাদনা]