স্তরায়িত মাখা ময়দার তাল
অবয়ব
স্তরায়িত মাখা ময়দার তাল (ইংরেজি: Laminated dough) এক ধরনের রান্নার প্রস্তুতিমূলক উপাদান যাতে বহুসংখ্যক মাখা ময়দার তালের স্তর একে অপরের থেকে মাখন দ্বারা পৃথক থাকে। ময়দার তালের মধ্যে মাখন রেখে বারংবার ভাঁজ করে ও বেলে এটি প্রস্তুত করা হয়। কিছু কিছু স্তরায়িত মাখা ময়দার তালে আশিটির বেশি স্তর থাকতে পারে।[১] বদ্ধ উনুনে সেঁকার সময় মাখনের ভেতরে অবস্থিত পানি বাষ্পীভূত হয়ে সম্প্রসারিত হয় ফলে ময়দাল তালটি ফুলে ওঠে ও স্তরগুলি একে অপরের থেকে আলাদা হয়ে যায়। একই সময় মাখনের স্নেহ পদার্থগুলি ময়দার তালটিকে ভেতর থেকে ভাজতে থাকে। পরিণামে একটি হালকা, ঝুরঝুরে খাদ্য উৎপন্ন হয়।[২] স্তরায়িত মাখা ময়দার তালের কিছু উদাহরণ হল:
- ক্রোয়াসঁ ময়দার তাল
- ডেনীয় সেঁকা ময়দার সুখাদ্যতে ব্যবহৃত ময়দার তাল
- ঝুরঝুরে ময়দার তাল
- জাখনুন
- কুবানেহ[৩]
- পরোটা
- ফাঁপা ময়দার তাল
আরও দেখুন
[সম্পাদনা]- Food প্রবেশদ্বার
- মাখা ময়দার পাত তৈরীকরণ (Dough sheeting), শিল্পক্ষেত্রে ব্যবহৃত প্রস্তুতি কৌশল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ King, Andy; King, Jackie। "Laminated Dough: A Guest Post from Bakery Owner Andy King"। King Arthur Flour। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- ↑ Alton Brown (মার্চ ২১, ২০১১)। "A Bird In The Pie Is Worth Two In The Bush"। Good Eats। 14 মৌসুম। পর্ব 1416। 12 minutes in। Food Network।
- ↑ Rao, Tejal (২২ জুন ২০১৭)। "Before Croissants, There Was Kubaneh, a Jewish Yemeni Delight"। New York Times Magazine। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৭।