খড়মানব যুক্তিদোষ
অবয়ব
(স্ট্র ম্যান তর্ক থেকে পুনর্নির্দেশিত)
বিপক্ষের তার্কিক আসলে যা বলেনই নি, সেরকম কিছু তিনি বলেছেন দাবী করে কিংবা প্রতিপক্ষের যুক্তিকে সম্পূর্ণ বিকৃত করে হাস্যস্পদ রুপ দিয়ে সেই বক্তব্যকে প্রতিযুক্তি দিয়ে পরাজিত করার যুক্তিকে স্ট্রম্যান (straw man argument) বা কাকতাড়ুয়া যুক্তি (খড়ের মানুষ বানিয়ে তার সাথে যুদ্ধ করার কুযুক্তি) বা হাওয়া কেলান তর্ক বলে ধরা হয়।[১] সজ্ঞানে হোক বা অবচেতনেই হোক, এধরনের কুযুক্তির অবতারণা তখনই করা হয় যখন প্রতিপক্ষের অবস্থান এতই শক্ত যে তাকে সরাসরি আক্রমণ করা কষ্টসাধ্য।
উদাহরণ
[সম্পাদনা]- বক্তা ১: চিকিৎসকরা দায়িত্বে অবহেলা করলে তাদেরকে আদালতে টেনে নেওয়ার জন্য আইন প্রণয়ন ও প্রয়োগ করা উচিত।
- বক্তা ২: ডাক্তারদের প্রতি তোমার এত ঘৃণা কেন? অসুখ হইলে ঠিকই নাকের পানি-চোখের পানি এক করে ডাক্তারের কাছে দৌড়াও। এতই যখন ডাক্তারদের উপর রাগ, আমরা ডাক্তাররা যেহেতু কিছুই পারি নাই, তাই অসুস্থ হইলে হাসপাতালে না দৌড়াইয়া নিজেই নিজের চিকিৎসা করো।
স্টিল ম্যান আর্গুমেন্ট
[সম্পাদনা]স্টিল ম্যান আর্গুমেন্ট (স্টিলম্যানিং) হলো স্ট্র ম্যান আর্গুমেন্টের ঠিক বিপরীত। বিরোধী মতামত পরীক্ষা করার জন্য প্রতিপক্ষের যুক্তির সর্বোত্তম রূপটির ধারণা পাওয়া যায়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Downes, Stephen। "The Logical Fallacies"। ২০১৬-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-২৫।
- ↑ Friedersdorf, Conor (২৬ জুন ২০১৭)। "The Highest Form of Disagreement"। The Atlantic।