স্টোমাটা
উইকিপিডিয়ার জন্য মানসম্পন্ন অবস্থায় আনতে এই নিবন্ধে পুনঃসংগঠিত করা প্রয়োজন। এখানে অনেক ভাল তথ্য রয়েছে, তবে তা খুব সুসংগঠিত নয়; সম্পাদকদের এই নিবন্ধের মানোন্নয়নের জন্য এর সার্বিক গঠন পরিবর্তনে সাহসী হতে উৎসাহিত করা হচ্ছে। (জুলাই ২০১৫) |
পাতার (এবং কচি কান্ডের) ঊর্ধ্ব ও নিম্নতলের বহিঃত্বকে (এপিডার্মিসে) অবস্থিত দুটি রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত সূক্ষ্ম রন্ধ্রকে পত্ররন্ধ্র বা স্টোম্যাটা ( stomata, একবচনে stoma) বলে।
পত্ররন্ধ্র শুধু বিশেষ আকৃতির ছিদ্র নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ। এই অঙ্গের মাধ্যমে কয়েকটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেমন প্রস্বেদন বা বাষ্পমোচন ও সালোকসংশ্লেষণ পরিচালিত হয়। এর সাথে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া বিষয়টিও নিয়ন্ত্রিত হয়।
প্রজাতির ওপর নির্ভর করে পাতার প্রতি এক বর্গ সেন্টিমিটারে ১,০০০ হতে ৬০,০০০ পত্ররন্ধ্র থাকতে পারে।