বিষয়বস্তুতে চলুন

স্টিফেন ব্র্যাডি (দাবাড়ু)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্টিফেন ব্র্যাডি
দেশআয়ারল্যান্ড
জন্ম (1969-03-12) ১২ মার্চ ১৯৬৯ (বয়স ৫৫)
খেতাবফিদে মাস্টার
সর্বোচ্চ রেটিং2397 (May 2012)

স্টিফেন ব্র্যাডি (জন্ম ১২ মার্চ ১৯৬৯) একজন আইরিশ দাবাড়ু এবং ফিদে মাস্টার।

১৯৯১, ১৯৯২, ২০০১, ২০০৩, ২০০৬, ২০০৭, ২০১১,[১] ২০১২ এবং ২০১৫ সালে তিনি নয়বার আইরিশ জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন, কিছু ক্ষেত্রে অন্য খেলোয়াড়ের সাথে। ব্র্যাডি ১৯৯০, ১৯৯৭ এবং ২০০৩ সালে লেইনস্টার দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। তিনি ফিবসবোরো চেস ক্লাবের হয়ে খেলেছেন, যার সাথে তিনি আর্মস্ট্রং কাপ জিতেছেন – সাতবার লেইনস্টার লিগের ডিভিশন ওয়ান, এবং ২০০৩ সালে আইরিশ ন্যাশনাল ক্লাব চ্যাম্পিয়নশিপও জিতেছেন। অতি সম্প্রতি তিনি সেন্ট বেনিলডাস চেস ক্লাবের হয়ে খেলেছেন।

তার প্রিয় দাবা উদ্বোধন হল কিংস গ্যাম্বিট।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Congratulations to Stephen Brady, phibsborochessclub.com, 2011
  2. Steven Brady, The Irish Chess Union, 1995-06-01

বহিঃসংযোগ[সম্পাদনা]