স্টারউড হোটেলস এন্ড রিসোর্টস ওয়ার্ল্ডওয়াইড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্টারউড হোটেলস এন্ড রিসোর্টস ওয়ার্ল্ডওয়াইড
ধরনPublic
NYSEHOT
আইএসআইএনUS85590A4013
শিল্পহোটেল
প্রতিষ্ঠাকাল১৯৬৯ [১]
বিলুপ্তিকাল২০১৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সদরদপ্তরহোয়াইট প্লেইন্স, নিউ ইয়র্ক
আয়বৃদ্ধি মার্কিন $৪.৭১ billion (২০০৯)
বৃদ্ধি মার্কিন $২৬.০ million (২০০৯)
বৃদ্ধি মার্কিন $৭৩.০ million (২০০৯)
মোট সম্পদবৃদ্ধি মার্কিন $২.১৭ billion (২০০৯)
মোট ইকুইটিহ্রাস মার্কিন $১.৬২ billion (২০০৯)
কর্মীসংখ্যা
১৪৫,০০০
মাতৃ-প্রতিষ্ঠানMarriott International উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটwww.starwoodhotels.com
পাদটীকা / তথ্যসূত্র
[২][৩]

স্টারউড হোটেলস এন্ড রিসোর্টস ওয়ার্ল্ডওয়াইড ইনকর্পোরেটেড একটি বৃহৎ হোটেল মালিকানা ও ব্যবস্থাপনা কোম্পানি। এর সদর দপ্তর হোয়াইট প্লেইন্স, নিউ ইয়র্ক-এ অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বৃহৎ হোটেল কোম্পানি। নয়টি ব্র্যান্ডের অধীনে এটি বিশ্বব্যাপী বিভিন্ন হোটেল, রিসোর্ট, স্পা ইত্যাদি পরিচালনা করে থাকে। ২০০৯ এর ৩১ ডিসেম্বর নাগাদ, স্টারউড হোটেল এন্ড রিসোর্ট ৯৯২টি হোটেল পরিচালনা করে এবং প্রায় ১৪৫,০০০ জন মানুষকে নিয়োগ দিয়েছে, যার মধ্যে ৩৪% যক্তরাষ্ট্রে নিযুক্ত।

ইতিহাস[সম্পাদনা]

স্টারউড হোটেলস এন্ড রিসোর্টস মূলত স্টারউড ক্যাপিটাল নামক একটি রিয়েল এস্টেট ফার্ম কর্তৃক গঠিত হয়। এর উদ্দেশ্য ছিল সেসময়ের সুদ বিরতির সুযোগ নেওয়া। প্রতিষ্ঠাকালীন সময়ে কোম্পানিটির নাম ছিল স্টারউড লজিং।[৪] এটি তখন উত্তর আমেরিকায় বেশ কয়েকটি হোটেলের মালিকানা লাভ করে। তবে প্রত্যেকটিই ছিল ভিন্ন ব্র্যান্ডের অধীনে। ১৯৯৪ সালে জাপানের আওকি কর্পোরেশন থেকে স্টারউড লজিং ওয়েস্টিন হোটেল ব্র্যান্ডটি কিনে নেয়। ১৯৯৮ সালে আইটিটি শেরাটন থেকে এটি শেরাটন, ফোর পয়েন্টস বাই শেরাটন ব্র্যান্ড ক্রয় করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Form 10-Q"। পৃষ্ঠা 7। সংগ্রহের তারিখ ২০০৭-১১-১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. Starwood Hotels & Resorts (HOT) annual SEC income statement filing. Wikinvest. Retrieved 7 February 2011.
  3. Starwood Hotels & Resorts (HOT) annual SEC balance sheet filing. Wikinvest. Retrieved 7 February 2011.
  4. Celarier, Michelle (১৯৯৮)। "The trouble with REITs - real estate investment trusts"CFO: Magazine for Senior Financial Executivesআইএসএসএন 8756-7113ওসিএলসি 42457969। ১৬ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০০৭  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ[সম্পাদনা]