বিষয়বস্তুতে চলুন

স্কিইং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Skier carving a turn on the Grande Motte, Tignes, Savoie, France

স্কি শব্দটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে৷ কখনো এটি একটি প্রতিযোগিতামূলক খেলা, কখনো এটি চলাচলের উপায়, আবার কখনো কখনো এটি বিনোদনের একটি কার্যক্রম৷ এক্ষেত্রে একজন ব্যক্তি বরফের উপর তার স্কি ব্যবহার করে চলাচল করে থাকে৷ আন্তর্জাতিক স্কি ফেডারেশন ও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বিভিন্ন ধরনের স্কি প্রতিযোগিতার আয়োজন করে থাকে৷

ইতিহাস

[সম্পাদনা]

মানব সভ্যতার ইতিহাসে স্কি করার ইতিহাস প্রায় পাঁচ সহস্রাব্দের।[] যদিও আধুনিক স্কি এর উদ্ভব হয়েছে স্ক্যান্ডিনেভিয়া হতে, তবে এর চর্চা ১০০ শতাব্দি পূর্বে চীন দেশে করা হয়, যার প্রমাণ বিভিন্ন চিত্রকর্ম হতে পাওয়া যায়।[][] স্কি শব্দটি এসেছে নরওয়ে হতে৷ এর অর্থ কাঠ অথবা জ্বালানী কাঠ এর খন্ডকৃত অংশ।

ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে ও সুইডেনে ১৯ শতকের শেষ অংশ পর্যন্ত স্কি করার ব্যাপক প্রচলন ছিল৷ একজন ব্যক্তি স্লাইড করার জন্য একপায়ে লম্বা একখন্ড স্কি এবং অপর পায়ে লাথি মেরে এগুনোর জন্য ছোট আকৃতির স্কি ব্যবহার করে৷ ছোট আকৃতির স্কি এর মাথা সমান করা থাকে অথবা পশুর চামড়া দিয়ে মোড়ানো থাকে৷ আধুনিক স্কি গুলো যেমন মোম দিয়ে পালিশ করা থাকে, তেমনি লম্বা স্কিটি পশুর চর্বি দিয়ে পালিশ করা থাকে৷

প্রথমদিককার স্কি গুলোর সাথে লম্বা স্টিক বা লাঠি ব্যবহৃত হত৷ ১৭৪১ সালের দিকে একজন স্কিয়ার দুটি লাঠি ব্যবহার করে৷

১৯ শতকের মধ্যভাগ পর্যন্ত স্কি করা হত শুধুমাত্র চলাচলের উদ্দেশ্যে৷ এর পরবর্তী সময়ে বিনোদন ও খেলাধূলার উদ্দেশ্যে স্কি করা শুরু হয়৷ ১৮ শতকে নরওয়েতে মিলিটারি স্কি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এ সময়টিতেই যুদ্ধে স্কি এর ব্যবহার নিয়ে গবেষণা করা হয়৷[] স্কি করার উপকরণ এবং যন্ত্রপাতির উন্নয়নের সাথে সাথে ১৯ শতকের শেষদিকে এবং বিংশ শতাব্দির গোড়ার দিকে দুই ধরনের স্কি এর উদ্ভব হয়৷ এর একটি হচ্ছে আলপাইন এবং অপরটি হচ্ছে নরডিক৷

আলপাইন

[সম্পাদনা]

এ ধরনের স্কি কে ডাউনহিল স্কি ও বলা হয়ে থাকে৷ আলপাইন স্কি করা হয়ে থাকে সাধারণত কোনও স্কি রিসোর্টে৷ এক্ষেত্রে একজন স্কিয়ার এর বুট বা জুতার সামনের অংশ ও গোড়ালি উভয়টি স্কি এর সাথে শক্তভাবে আটকানো থাকে৷ স্কি রিসোর্টগুলোতে রাতের বেলাতেও স্কি করার সুবিধা পাওয়া যায়৷ ১৯২০ সালের দিকে প্রাচীন নরডিক স্কি হতে আলপাইন স্কি এর উদ্ভব হয়৷

নরডিক

[সম্পাদনা]

নরডিক স্কি এর মধ্যে রয়েছে ক্রস কান্ট্রি স্কি এবং স্কি জাম্পিং৷ এক্ষেত্রে স্কি-টা একজন স্কিয়ার এর বুট বা জুতার সামনের অংশের সাথে আটকানো থাকলেও গোড়ালির অংশ খোলা থাকে৷ ক্রস কান্ট্রি স্কি করার ক্ষেত্রে প্রস্তুতকৃত পথ কিংবা প্রাকৃতিক পরিবেশে এ ধরনের স্কি করা যেতে পারে৷ অপরদিকে স্কি জাম্পিং এর ক্ষেত্রে শুধুমাত্র বিশেষভাবে প্রস্তুতকৃত স্থানে এ ধরনের স্কি করা যেতে পারে৷

টেলেমার্ক স্কি

[সম্পাদনা]

টেলেমার্ক স্কি হচ্ছে বিশেষ এক ধরনের স্কি, যেক্ষেত্রে স্কি টার্নিং এর প্রতি অধিক গুরুত্ব প্রদান করা হয়৷ এ নামটি এসেছে নরওয়ের টেলেমার্ক নামক অঞ্চলের নাম হতে৷ নরডিক স্কি এর ক্ষেত্রে যে সকল উপকরণসমূহ ব্যবহার করা হয়ে থাকে, টেলেমার্ক স্কি এর ক্ষেত্রেও সে সকল উপকরণ ব্যবহার করা হয়ে থাকে৷ এক্ষেত্রেও স্কিয়ার এর জুতার সামনের অংশ সংযুক্ত থাকে এবং হিল বা গোড়ালি উন্মুক্ত থাকে৷ এ ব্যবস্থার কারণে একজন স্কিয়ার টার্ণ নেয়ার সময় তার হিল বা গোড়ালি উঁচু করতে পারে৷

প্রতিযোগিতা

[সম্পাদনা]

ইন্টারন্যাশনাল স্কি ফেডারেশন এবং ইউনাইটেড স্টেটস স্কি এসোসিয়েশন নিচের প্রতিযোগিতাগুলো পরিচালনা করে থাকে৷

  • ক্রস কান্ট্রি
  • স্কি জাম্পিং
  • নরডিক কমবাইন্ড
  • আলপাইন স্কিয়িং
  • স্পিড স্কিয়িং
  • ফ্রি স্টাইল স্কিয়িং
  • স্নো বোর্ড
  • গ্রাস স্কিয়িং
  • টেলেমার্ক
  • স্কি বোর্ডিং
  • সুপার জি

উল্লেখ

[সম্পাদনা]
  1. "Human locomotion on snow: determinants of economy and speed of skiing across the ages" (পিডিএফ)। (PDF). Proc. R. Soc. B.। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৭ 
  2. Editors (২৫ জানুয়ারি ২০০৬)। "Ancient paintings suggest China invented skiing"China Today। Xinhua News Agency.। ২৯ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৫ 
  3. Marquand, Edward (১৫ মার্চ ২০০৬)। "Before Scandinavia: These could be the first skiers"The Christian Science Monitor। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৫ 
  4. "How concern for the national health and military preparedness led France to build the infrastructure for Chamonix, 1924"। skiinghistory.org। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৭