স্কিইং
স্কি শব্দটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে৷ কখনো এটি একটি প্রতিযোগিতামূলক খেলা, কখনো এটি চলাচলের উপায়, আবার কখনো কখনো এটি বিনোদনের একটি কার্যক্রম৷ এক্ষেত্রে একজন ব্যক্তি বরফের উপর তার স্কি ব্যবহার করে চলাচল করে থাকে৷ আন্তর্জাতিক স্কি ফেডারেশন ও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বিভিন্ন ধরনের স্কি প্রতিযোগিতার আয়োজন করে থাকে৷
ইতিহাস
[সম্পাদনা]মানব সভ্যতার ইতিহাসে স্কি করার ইতিহাস প্রায় পাঁচ সহস্রাব্দের।[১] যদিও আধুনিক স্কি এর উদ্ভব হয়েছে স্ক্যান্ডিনেভিয়া হতে, তবে এর চর্চা ১০০ শতাব্দি পূর্বে চীন দেশে করা হয়, যার প্রমাণ বিভিন্ন চিত্রকর্ম হতে পাওয়া যায়।[২][৩] স্কি শব্দটি এসেছে নরওয়ে হতে৷ এর অর্থ কাঠ অথবা জ্বালানী কাঠ এর খন্ডকৃত অংশ।
ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে ও সুইডেনে ১৯ শতকের শেষ অংশ পর্যন্ত স্কি করার ব্যাপক প্রচলন ছিল৷ একজন ব্যক্তি স্লাইড করার জন্য একপায়ে লম্বা একখন্ড স্কি এবং অপর পায়ে লাথি মেরে এগুনোর জন্য ছোট আকৃতির স্কি ব্যবহার করে৷ ছোট আকৃতির স্কি এর মাথা সমান করা থাকে অথবা পশুর চামড়া দিয়ে মোড়ানো থাকে৷ আধুনিক স্কি গুলো যেমন মোম দিয়ে পালিশ করা থাকে, তেমনি লম্বা স্কিটি পশুর চর্বি দিয়ে পালিশ করা থাকে৷
প্রথমদিককার স্কি গুলোর সাথে লম্বা স্টিক বা লাঠি ব্যবহৃত হত৷ ১৭৪১ সালের দিকে একজন স্কিয়ার দুটি লাঠি ব্যবহার করে৷
১৯ শতকের মধ্যভাগ পর্যন্ত স্কি করা হত শুধুমাত্র চলাচলের উদ্দেশ্যে৷ এর পরবর্তী সময়ে বিনোদন ও খেলাধূলার উদ্দেশ্যে স্কি করা শুরু হয়৷ ১৮ শতকে নরওয়েতে মিলিটারি স্কি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এ সময়টিতেই যুদ্ধে স্কি এর ব্যবহার নিয়ে গবেষণা করা হয়৷[৪] স্কি করার উপকরণ এবং যন্ত্রপাতির উন্নয়নের সাথে সাথে ১৯ শতকের শেষদিকে এবং বিংশ শতাব্দির গোড়ার দিকে দুই ধরনের স্কি এর উদ্ভব হয়৷ এর একটি হচ্ছে আলপাইন এবং অপরটি হচ্ছে নরডিক৷
ধরণ
[সম্পাদনা]আলপাইন
[সম্পাদনা]এ ধরনের স্কি কে ডাউনহিল স্কি ও বলা হয়ে থাকে৷ আলপাইন স্কি করা হয়ে থাকে সাধারণত কোনও স্কি রিসোর্টে৷ এক্ষেত্রে একজন স্কিয়ার এর বুট বা জুতার সামনের অংশ ও গোড়ালি উভয়টি স্কি এর সাথে শক্তভাবে আটকানো থাকে৷ স্কি রিসোর্টগুলোতে রাতের বেলাতেও স্কি করার সুবিধা পাওয়া যায়৷ ১৯২০ সালের দিকে প্রাচীন নরডিক স্কি হতে আলপাইন স্কি এর উদ্ভব হয়৷
নরডিক
[সম্পাদনা]নরডিক স্কি এর মধ্যে রয়েছে ক্রস কান্ট্রি স্কি এবং স্কি জাম্পিং৷ এক্ষেত্রে স্কি-টা একজন স্কিয়ার এর বুট বা জুতার সামনের অংশের সাথে আটকানো থাকলেও গোড়ালির অংশ খোলা থাকে৷ ক্রস কান্ট্রি স্কি করার ক্ষেত্রে প্রস্তুতকৃত পথ কিংবা প্রাকৃতিক পরিবেশে এ ধরনের স্কি করা যেতে পারে৷ অপরদিকে স্কি জাম্পিং এর ক্ষেত্রে শুধুমাত্র বিশেষভাবে প্রস্তুতকৃত স্থানে এ ধরনের স্কি করা যেতে পারে৷
টেলেমার্ক স্কি
[সম্পাদনা]টেলেমার্ক স্কি হচ্ছে বিশেষ এক ধরনের স্কি, যেক্ষেত্রে স্কি টার্নিং এর প্রতি অধিক গুরুত্ব প্রদান করা হয়৷ এ নামটি এসেছে নরওয়ের টেলেমার্ক নামক অঞ্চলের নাম হতে৷ নরডিক স্কি এর ক্ষেত্রে যে সকল উপকরণসমূহ ব্যবহার করা হয়ে থাকে, টেলেমার্ক স্কি এর ক্ষেত্রেও সে সকল উপকরণ ব্যবহার করা হয়ে থাকে৷ এক্ষেত্রেও স্কিয়ার এর জুতার সামনের অংশ সংযুক্ত থাকে এবং হিল বা গোড়ালি উন্মুক্ত থাকে৷ এ ব্যবস্থার কারণে একজন স্কিয়ার টার্ণ নেয়ার সময় তার হিল বা গোড়ালি উঁচু করতে পারে৷
প্রতিযোগিতা
[সম্পাদনা]ইন্টারন্যাশনাল স্কি ফেডারেশন এবং ইউনাইটেড স্টেটস স্কি এসোসিয়েশন নিচের প্রতিযোগিতাগুলো পরিচালনা করে থাকে৷
- ক্রস কান্ট্রি
- স্কি জাম্পিং
- নরডিক কমবাইন্ড
- আলপাইন স্কিয়িং
- স্পিড স্কিয়িং
- ফ্রি স্টাইল স্কিয়িং
- স্নো বোর্ড
- গ্রাস স্কিয়িং
- টেলেমার্ক
- স্কি বোর্ডিং
- সুপার জি
উল্লেখ
[সম্পাদনা]- ↑ "Human locomotion on snow: determinants of economy and speed of skiing across the ages" (পিডিএফ)। (PDF). Proc. R. Soc. B.। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৭।
- ↑ Editors (২৫ জানুয়ারি ২০০৬)। "Ancient paintings suggest China invented skiing"। China Today। Xinhua News Agency.। ২৯ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৫।
- ↑ Marquand, Edward (১৫ মার্চ ২০০৬)। "Before Scandinavia: These could be the first skiers"। The Christian Science Monitor। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৫।
- ↑ "How concern for the national health and military preparedness led France to build the infrastructure for Chamonix, 1924"। skiinghistory.org। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৭।