সৌদি আরবে ইসলামী ব্যাংকিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সৌদি আরবের ব্যাংকিং বাজারে ব্যাংকগুলোর পুর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রুপান্তরিত হওয়ার প্রবণতা সত্ত্বেও, ১২টি স্থানীয় লাইসেন্সকৃত ব্যাংকের মধ্যে চারটি ব্যাংককে পূর্ণ ইসলামী হিসেবে বিবেচনা করা হয়।[১] এগুলো হল:

আন্তর্জাতিক অর্থসংস্থানের পণ্ডিত ইব্রাহিম ওয়ার্দের মতে, বৃহত্তর দুটি ইসলামী ব্যাংকিং গ্রুপ, দার-আল মাল আল-ইসলামীআল-বারাকা ব্যাংক, সৌদি আরবে বাণিজ্যিক ব্যাংক পরিচালনার লাইসেন্স লাভে সমর্থ হয় নি, যদিও এদের উভয়ের মালিক স্বনামধন্য সৌদি আরবীয় ব্যক্তিবর্গ। ১৯৮৫ সালে, আল রাঝি ব্যাংকিং এ্যান্ড ইনভেসমেন্ট কোম্পানি সুদমুক্ত ব্যাংকিং চালু করার অনুমতি পেয়েছিল, কিন্তু শর্ত ছিল যে, এটি এর নামে "ইসলামী" শব্দটি ব্যবহার করতে পারবে না।[২]

সৌদি আরব ইসলামিক ব্যাংকিংয়ের ধারণাটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না। যুক্তিটি হল, যদি একটি ব্যাংককে ইসলামী প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তবে অন্য সমস্তগুলির নাম শুনতে অ-ইসলামী বলে মনে হবে। সরকারী নিয়ম হল, সৌদি আরবে পরিচালিত সমস্ত ব্যাংকই সংজ্ঞা অনুসারে শুরু থেকে ইসলামী। [২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. BINTAWIM Samar Saud S.,(2011). "Performance analysis of Islamic banking: Some evidence from Saudi Arabian banking sector", Asia Pacific University, MBA Thesis, page 28
  2. Warde, Islamic finance in the global economy, 2010: p.216-17