বিষয়বস্তুতে চলুন

সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়
ঠিকানা
নল্লাপাড়া, আটিয়া

দেলদুয়ার, ১৯১০

বাংলাদেশ
তথ্য
প্রতিষ্ঠাকাল১ জানুয়ারি, ১৯২০
বিদ্যালয় বোর্ডঢাকা শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাটাঙ্গাইল
বিদ্যালয় কোড4993
ইআইআইএন114068
প্রধান শিক্ষকমো. মাসুদুল আলম
ভাষাবাংলা
আয়তন১১২ শতাংশ

সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয় দেলদুয়ার উপজেলার একটি সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৯২০ সালের পহেলা জানুয়ারি নিম্নমাধ্যমিক পর্যায়ে স্মীকৃতি পেয়ে পাঠদান শুরুর পর একই দিনে ১৯৪৬ সালে মাধ্যমিক পর্যায়ের স্মীকৃতি পায়। ১৯৮৫ সালের পহেলা জুন বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।[২]

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়। ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির পাশাপাশি অন্যান্য শ্রেণিতে পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ রয়েছে এই বিদ্যালয়টিতে। ৯ম-১০ম শ্রেণিতে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ চালু আছে বিদ্যালয়টিতে।[২]

অবকাঠামো[সম্পাদনা]

বিদ্যালয়টির মোট আয়তন ১১২ শতাংশ। এর ২০ শতাংশ জুড়ে বিদ্যালয়ের ভবন, ৯০ শতাংশের খেলার মাঠ রয়েছে।[২]

সহ-শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

  1. স্কাউটিং ও গার্ল গাইডিং
  2. বিতর্ক প্রতিযোগিতা
  3. বিশ্বসাহিত্য কেন্দ্র

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দেলদুয়ার উপজেলা"উইকিপিডিয়া। ২০২৪-০২-২০। 
  2. "স্কুল তথ্য"EDUCATION MANAGEMENT INFORMATION SYSTEM (EMIS)। সংগ্রহের তারিখ মে ২৪, ২০২৪