বিষয়বস্তুতে চলুন

সেব ড্যান্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেব ড্যান্স

সেব ডান্স (জন্ম ১ ডিসেম্বর ১৯৮১) একজন ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিবিদ যিনি ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত লন্ডন অঞ্চলের জন্য ইউরোপীয় পার্লামেন্টের (এমইপি) সদস্য হিসেবে কাজ করেছেন এবং জানুয়ারী ২০২২ সাল থেকে পরিবহনের জন্য লন্ডনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

রিচার্ড করবেট যখন নেতা ছিলেন তখন তিনি ইউরোপীয় পার্লামেন্টারি লেবার পার্টির ডেপুটি লিডার ছিলেন এবং ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত পরিবেশ, জনস্বাস্থ্য এবং খাদ্য সুরক্ষা সম্পর্কিত ইউরোপীয় সংসদ কমিটির ভাইস-চেয়ার ছিলেন।

তিনি ইউরোপের জন্য শ্রম আন্দোলনের অন্তর্বর্তীকালীন চেয়ারও ছিলেন, লেবার পার্টির সাথে যুক্ত ইইউ-পন্থী সমাজ, সংগঠনের পূর্ববর্তী চেয়ার আনা টার্লি পদত্যাগ করার পর।

ইউরোপীয় সংসদ[সম্পাদনা]

ড্যান্স ২০১৪ সালে ইউরোপীয় সংসদে নির্বাচিত হন [২]

পরিবহনের বিভাগের লন্ডনের ডেপুটি মেয়র[সম্পাদনা]

তিনি ট্রান্সপোর্টের জন্য লন্ডনের ডেপুটি মেয়র নিযুক্ত হন, মেয়র সাদিক খানের অধীনে ২০২৩ সালের জানুয়ারি থেকে দায়িত্ব পালন করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Former MEP Seb Dance to succeed Heidi as Deputy Mayor"। GLA। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২১ 
  2. "vote 2014 - London"। BBC। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৪ 
  3. "Seb Dance"। ১১ জানুয়ারি ২০২২।