সেন্টার দ্বীপ (অ্যান্টার্কটিকা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সেন্টার দ্বীপ (৬৭°৫২′ দক্ষিণ ৬৬°৫৭′ পশ্চিম / ৬৭.৮৬৭° দক্ষিণ ৬৬.৯৫০° পশ্চিম / -67.867; -66.950 ) একটি দ্বীপ, যা ৪ নটিক্যাল মাইল (৭ কিমি) দীর্ঘ এবং ২ নটিক্যাল মাইল (৩.৭ কিমি) প্রশস্ত। দ্বীপটি গ্রাহাম ল্যান্ডের পশ্চিম উপকূলে স্কয়ার বে এর দক্ষিণ অংশে ব্রোকেন দ্বীপের ১ নটিক্যাল মাইল (১.৯ কিমি) দক্ষিণে অবস্থিত। রেমিলের অধীনে, ১৯৩৪-৩৭ সালে ব্রিটিশ গ্রাহাম ল্যান্ড অভিযানে আবিষ্কৃত এবং নামকরণ করা হয়েছে।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

 এই নিবন্ধটিতে United States Geological Survey থেকে পাবলিক ডোমেইন কাজসমূহ অন্তর্ভুক্ত যা পাওয়া যাবে এখানে