বিষয়বস্তুতে চলুন

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি"
সৈয়দ আব্দুল হাদী কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
মুক্তিপ্রাপ্ত১৯৭৯
ধারাদেশাত্মবোধক
লেখকমনিরুজ্জামান মনির
সুরকারআলাউদ্দিন আলী
প্রযোজকবাংলাদেশ টেলিভিশন (১৯৭৯)
বাংলাঢোল (২০১৮)

'সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি' একটি দেশাত্মবোধক গান। বাংলা ভাষায় রচিত এই গানের গীতিকার মনিরুজ্জামান মনিরআলাউদ্দিন আলীর সুর ও সংগীত পরিচালনায় গানটি সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠে প্রথম ধারণ ও প্রচার করা হয়। মূল সঙ্গীত প্রযোজনা করা হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য। ১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনের একটি সঙ্গীতানুষ্ঠানে প্রথম প্রচার করা হয়।[] প্রথম প্রচারের ৩৯ বছর পর, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর 'দ্য লিজেন্ড সৈয়দ আবদুল হাদী' শিরোনামের গানের সংকলনের অংশ হিসেবে গানটির আনুষ্ঠানিক সঙ্গীত ভিডিও প্রকাশ হয়। বাংলা ঢোলের প্রযোজনায় নতুন সংস্করণের সুর ও সঙ্গীতায়োজন করেন রেজাউল করিম লিমন।"[]

এটি সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ও আলাউদ্দিন আলীর সুর করা অন্যতম জনপ্রিয় গান।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "'সূর্যোদয়ে তুমি' গানের ৩৯ বছর"দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ২০১৮-১২-১৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-৩০ 
  2. "৩৯ বছর পর নতুন রূপে 'সূর্যোদয়ে তুমি'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৮-১২-১৫। ২০১৮-১২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-৩০ 
  3. "যেসব গানে অমর থাকবেন আলাউদ্দীন আলী"প্রথম আলো। ২০২৩-০৮-০৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-৩০