সুরেশ্বর দরবার শরীফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুরেশ্বর দরবার শরীফ

সুরেশ্বর দরবার শরীফ (Sureswar Darbar Sharif) বাংলাদেশের শরীয়তপুর জেলার একটি আধ্যাত্মিক, তাসাউফ, আত্মশুদ্ধি ও পর্যটন কেন্দ্র।[১][২] এটি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় সুরেশ্বর গ্রামের পদ্মা পাড়ে অবস্থিত। জান শরীফ শাহ সুরেশ্বরী নামক এক সুফি এই দরবার প্রতিষ্ঠা করেন, শাহ সুরেশ্বরী একজন সুর প্রেমিক ছিলেন।[৩] আল্লাহ ও রাসুলের প্রতি প্রেমের সম্পর্ক স্থাপনে সুর বা সঙ্গীতকে বিশেষভাবে ব্যবহার করেন। তার এই দরবারে সুরের সাধনার প্রভাব রয়েছে। প্রতি বছর বহু ভক্ত, অনুরাগী ও পর্যটকরা এই দরবার শরীফ ঘুরতে আসে।[৪]

ইতিহাস[সম্পাদনা]

দরবারের সুরেশ্বর শব্দটি এসেছে সুর+ঈশ্বর = সুরেশ্বর নামক সন্ধি থেকে। দরবারের প্রতিষ্ঠাতা শাহ সুফি আহমদ আলী জান শরীফ সুরেশ্বরী গান বা গজল অত্যধিক পছন্দ করতেন, এবং তার গলার সুর ছিলো সুরেলা।

১৯০৭-১০ সালে শরীয়তপুর অঞ্চলে জিমির সি.এস জরিপ হয়, জরিপের সময় ইংরেজ অফিসার জে.সি.জেক এই অঞ্চল পরিদর্শনে আসেন। অফিসার জান শরীফের গানের গলা ও তার মাহাত্ন্য শুনে তার সন্মানে এই গ্রামের নামকরণ করেন সুরেশ্বর। এই জরিপে উক্ত অঞ্চলকে 'সুরেশ্বর' মৌজা জে. এল. নং ৪৪৯ নামকরণ করা হয়। তখন এটি ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার পালং থানার অন্তর্ভুক্ত ছিলো।

দরবারের আউলিয়া সুরেশ্বর দ্বায়রা শরীফ বৃহত্তর ফরিদপুরের বর্তমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার সুরেশ্বর গ্রামে অবস্থিত। বর্তমান পদ্মা নদী সুরেশ্বর দরবার শরীফ সংলগ্ন অবস্থিত হলেও পূর্বে পদ্মা তীর হতে প্রায় এক কিলোমিটার দক্ষিণে অবস্থিত ছিল।[৫] আরও পূর্বে সুরেশ্বর ঢাকা জেলার বিক্রমপুর অঞ্চলের খলিলাবাদ পরগনার অন্তর্ভুক্ত ছিল। তখন বিক্রমপুর নামেই সমধিক পরিচিত ছিল। পদ্মা নদী বিক্রমপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তর বিক্রমপুর ও দক্ষিণ বিক্রমপুর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ১৮৬৯ সালে পদ্মার গতি পরিবর্তিত হলে, বিক্রমপুরের দক্ষিণ অংশ ঢাকা জেলা হতে পৃথক হয়ে যায়। মূলকথা দরবারটি পূর্বে ঢাকা জেলার অন্তর্গত থাকলেও এটি বর্তমানে শরীয়তপুর জেলায় রয়েছে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সুরেশ্বর দরবার শরীফ পরিচিতি" (ইংরেজি ভাষায়)। ২০২২-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৫ 
  2. "বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত ও মুক্তিযুদ্ধের স্মৃতি"Uttaran Barta। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৫ 
  3. "সুরেশ্বর দরবার শরীফের পীর চুন্নু নূরী আর নেই"Bangla Tribune। ২০২২-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৫ 
  4. "সুরেশ্বর দরবার শরীফ"শরীয়তপুর পোর্টাল (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৫ 
  5. "সুরেশ্বর দরবার শরীফ রক্ষাবাঁধের ৬০ মিটার বিলীন, হুমকির মুখে ঘরবাড়ি"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]