সুব্রতা চট্টোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুব্রতা চট্টোপাধ্যায়
জন্ম
সুব্রতা সেন

(১৯৪১-০৭-১৮)১৮ জুলাই ১৯৪১
মৃত্যু২৫ ফেব্রুয়ারি ২০০৪(2004-02-25) (বয়স ৬২)
পেশাঅভিনেত্রী
দাম্পত্য সঙ্গীতরুণ কুমার (বি. ১৯৬২; মৃ. ২০০৩)
সন্তানমনামি/ঝিমলি বন্দ্যোপাধ্যায় (বিয়ের আগে চট্টোপাধ্যায়)

সুব্রতা চট্টোপাধ্যায় (১৮ জুলাই ১৯৪১ - ২৫ ফেব্রুয়ারি ২০০৪) ছিলেন একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী, যিনি বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। তিনি অভিনেতা তরুণ কুমারের স্ত্রী। তিনি বহু চলচ্চিত্রে সফলভাবে অভিনয় করেছেন।[১]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

সুব্রতা সেনের জন্ম ১৮ জুলাই ১৯৪১ সালে কলকাতায়, সুব্রতা সেন ১৯৬২ সালে তরুণ কুমার চট্টোপাধ্যায়কে বিয়ে করেন এবং একমাত্র কন্যা মনামি বন্দ্যোপাধ্যায়। সুব্রতা চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমারের ছোট ভাই তরুণ কুমারের স্ত্রী ছিলেন, ইনি ভবানীপুরের গিরিশ মুখার্জী রোডের বাড়ির ছোট বউ। কিন্তু সুব্রতা চট্টোপাধ্যায়ের আসল পরিচয় তিনি এক স্বনামধন্য অভিনেত্রীও ছিলেন।[২]

তিনি ১৯৫৩ সালে শ্বশুর বাড়ী বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং ২০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে চিড়িয়াখানা, সাত পাকে বাঁধা, প্রথম কদম ফুল, মেঘ কালো, স্ত্রী, পিতাপুত্র, মেমসাহেব, বিষবৃক্ষ– ইত্যাদি। ‘বেহুলা লক্ষীন্দর’ ছবিতে মনসার চরিত্রে নজর কেড়ে নিয়েছিলেন সুব্রতা। সত্যজিৎ রায়ের ‘চিড়িয়াখানা’তে অভিনয় করে বিএফজেএ শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন। তিনি আসলে তার বেশিরভাগ ছবিতেই একজন সহ-অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন।[৩]

অভিনীত ছবির তালিকা[সম্পাদনা]

  1. সেই তো আবর কাছ এলে ১৯৯৯
  2. ভালোবাসা ও অন্ধকার ১৯৯২
  3. বৌরানী ১৯৯১
  4. আগন্তুক১৯৯১
  5. মহাপীঠ তারাপীঠ ১৯৮৯
  6. আলোয় ফেরা ১৯৮৫
  7. ললিতা ১৯৮৪
  8. লাল গোলাপ ১৯৮৪
  9. বিষবৃক্ষ ১৯৮৪
  10. দুরের নদী ১৯৮২
  11. দুর্গা দুর্গতি নাশিনী ১৯৮১
  12. উপলব্দি ১৯৮১
  13. অভি ১৯৮০
  14. মাতৃভক্ত রামপ্রসাদ ১৯৮০
  15. টুসি ১৯৭৮
  16. ডাক দিয়ে যায় ১৯৭৮
  17. বেহুলা লখিন্দর ১৯৭৭
  18. প্রাণের ঠাকুর রামকৃষ্ণ ১৯৭৭
  19. চাঁদের কাছাকাছি ১৯৭৬
  20. অজস্য ধান্যবাদ ১৯৭৬
  21. আগুনের ফুলকি ১৯৭৬
  22. অগ্নিশ্বর ১৯৭৫
  23. মন যারে চায় ১৯৭৫
  24. দুরন্ত জয় ১৯৭৩
  25. নিশি কন্যা ১৯৭৩
  26. সোনার খাঁচা ১৯৭৩
  27. স্ত্রী ১৯৭২
  28. বিরাজ বউ ১৯৭২
  29. মেম সাহেব ১৯৭২
  30. চিট্টি ১৯৭২
  31. মহা বিপ্লবী অরবিন্দ ১৯৭১
  32. সংসার ১৯৭১
  33. মেঘ কালো ১৯৭০
  34. মা-ও-মেয়ে ১৯৬৯
  35. পিতাপুত্র ১৯৬৯
  36. কখোনো মেঘ ১৯৬৮
  37. অদ্বিতিয়া ১৯৬৮
  38. জীবন মৃত্যু ১৯৬৭
  39. চিড়িয়াখানা ১৯৬৭
  40. ঢোলগোবিন্দের করচা ১৯৬৬
  41. গৃহ সন্ধ্যায় ১৯৬৬
  42. নতুন তীর্থ ১৯৬৪
  43. সাত পাকে বাঁধা ১৯৬৩
  44. শেষ প্রহর ১৯৬৩
  45. পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট ১৯৫৯
  46. পুষ্পধনু ১৯৫৯
  47. শ্বশুর বাড়ি ১৯৫৩
[৪]

পুরস্কার[সম্পাদনা]

  • বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন – চিরিয়াখানার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার (১৯৬৭) পেয়েছিলেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Subrata Chatterjee movies, filmography, biography and songs - Cinestaan.com"Cinestaan। ২০১৯-০৩-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৮ 
  2. Oct 28, TNN /; 2003; Ist, 01:48। "Actor shook off Uttam's shadow | Kolkata News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৮ 
  3. "অন্দরমহলে তিনি উত্তমকুমারের 'ছোট', বরুণকুমারের 'টুনটুনি'! তিনিই বাংলা ছবির স্টাইলিশ আইকন | Subrata Chattopadhyay Life Story" (ইংরেজি ভাষায়)। ২০২২-০৭-১৮। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৮ 
  4. "Subrata Chatterjee on Moviebuff.com"moviebuff.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৮ 
  5. "Subrata Chattopadhyay - Movies, Biography, News, Age & Photos"BookMyShow (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]