বিষয়বস্তুতে চলুন

সুবোধ ওরাওঁ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুবোধ ওরাওঁ
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য
কুমারগ্রাম বিধানসভা কেন্দ্র
কাজের মেয়াদ
১৯৮২–১৯৮৮
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৫৩ (1953)
মৃত্যু (বয়স ৩৫)
রাজনৈতিক দলবিপ্লবী সমাজতন্ত্রী দল

সুবোধ ওরাওঁ (১৯৫৩ - ৫ ডিসেম্বর ১৯৮৮), সুবোধ বারওয়াও লিখেছেন, একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি বিপ্লবী সমাজতান্ত্রিক দল (আরএসপি) এর অন্তর্গত ছিলেন। তিনি ১৯৮২ এবং ১৯৮৭ সালের নির্বাচনে কুমারগ্রাম কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন।[]

১৯৮২ সালের নির্বাচনে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের দুতসাই টপ্পোকে পরাজিত করে ৪০,৫৩১ ভোট (৫৬.২৭%) পেয়েছিলেন।[] ১৯৮৭ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের খগেন্দ্র নাথ ঠাকুরকে পরাজিত করে ৪৮,০৮১ ভোট (৫৮.২১%) পেয়েছিলেন।[]

ওরাওঁ ১৯৮৮ সালের ৫ ডিসেম্বর মারা যান।[] তখন তার বয়স ছিল ৩৫ বছর।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]