সুগার ফ্রি (টেলিভিশন ধারাবাহিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুগার ফ্রি হল একটি বাংলাদেশী কমেডি ড্রামা সীমিত সিরিজ যা আদনান মুকিত রচিত এবং আরবি প্রীতম পরিচালিত। [১] এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, তাপস কুমার মৃধা, সাবিলা নূর ও তামিম মৃধা। সিরিজটি 4টি পর্ব নিয়ে গঠিত। সিরিজটি সম্পাদনা করেছেন সাইদুজ্জামান সোহেল। যেখানে চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছেন সোহাগ চৌধুরী এবং সুরকার হিসেবে স্টুডিও৫৮-এর টিনু রশীদ। এটি ১৮ নভেম্বর ২০২১ তারিখে চরকিতে মুক্তি পায়। [২] [৩]

অভিনয়[সম্পাদনা]

মুক্তি[সম্পাদনা]

১৪ নভেম্বর ২০২১-এ, সুগার ফ্রি -এর মোশন পোস্টার উন্মোচন করা হয়েছিল। [৫] ১৭ নভেম্বর ২০২১ তারিখে, সিরিজের ট্রেলারটি সোশ্যাল মিডিয়ায় উন্মোচিত হয়। [৬] এটি ১৮ নভেম্বর ২০২১ তারিখে চোরকিতে প্রচারিত হয়। [৭] [৮] [৯]

অভ্যর্থনা[সম্পাদনা]

সুগার ফ্রি তার অভিনয় এবং পরিচালনার জন্য প্রশংসা পেয়েছিল কিন্তু গল্পের জন্য সমালোচিত হয়েছিল। এসকেমিডিয়াবিডির আফজালুর ফেরদৌস রিমন ধারাবাহিকটির অভিনয় ও পরিচালনার প্রশংসা করেছেন। [১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Chorki to drop 'Sugar Free' for free"The Business Standard। ১৭ নভেম্বর ২০২১। 
  2. "বিনামূল্যে দেখা যাবে সাবিলা নূরের 'সুগার ফ্রি'"BD Journal। ১৭ নভেম্বর ২০২১। 
  3. "সাবিলার 'সুগার ফ্রি'"Mnab Zamin। ২০ নভেম্বর ২০২১। 
  4. "'I am looking forward to working with Shyam Benegal'"The Daily Star। ২৭ নভেম্বর ২০২১। 
  5. "চরকির প্রথম ফ্রি সিরিজ 'সুগার ফ্রি'"Ajker Patrika। ১৮ নভেম্বর ২০২১। 
  6. "মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ 'সুগার ফ্রি'"Barta24। ১৭ নভেম্বর ২০২১। 
  7. "দুই মানবিক ছিনতাইকারীর গল্প"Prothom Alo। ১৮ নভেম্বর ২০২১। 
  8. "বিনা মূল্যে চরকিতে মিনি সিরিজ 'সুগার ফ্রি'"News Bangla 24। ১৮ নভেম্বর ২০২১। 
  9. "চরকিতে প্রথম ফ্রি সিরিজ 'সুগার ফ্রি'"BBS Bangla। ১৮ নভেম্বর ২০২১। 
  10. "জমজমাট কমেডি গল্পের 'সুগার ফ্রি'"SKmediaBD। ৩০ নভেম্বর ২০২১।