বিষয়বস্তুতে চলুন

টাওয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সুউচ্চ স্থাপনা থেকে পুনর্নির্দেশিত)
জাপানের টোকিও স্কাইট্রি, বিশ্বের সর্বোচ্চ টাওয়ার।

টাওয়ার (ইংরেজি: tower) বলতে ভবন নয় এমন একপ্রকার সুউচ্চ স্থাপনাকে বোঝাচ্ছে যার উচ্চতা প্রস্থের তুলনায় অনেকগুণ বেশি। গাইযুক্ত মাস্তুলের মতো টাওয়ারে কোনো গাই তার নেই, যার জন্য সুউচ্চ অট্টালিকার মতো টাওয়ারও একটি স্বালম্বিত স্থাপনা।

ভবনের মতো বাসযোগ্য করার জন্য টাওয়ার নির্মিত হয় না, বরং তার উচ্চতাকে কাজে লাগিয়ে অন্যান্য ব্যবহারের জন্য নির্মিত হয়। আর এইভাবে কোনো টাওয়ারকে কোনো ভবনের থেকে আলাদা করা যায়। যেমন ঘড়ি টাওয়ারের উচ্চতা ঘড়ির দৃশ্যমানতা বৃদ্ধি করে, অথবা প্রতিরক্ষা উদ্দেশ্যে নির্মিত কোনো দুর্গের টাওয়ারের উচ্চতা পার্শ্ববর্তী এলাকার দৃশ্যমানতা বৃদ্ধি করে। এছাড়া পর্যবেক্ষণ, অবসর (ছুটি কাটানো) কিংবা টেলিযোগাযোগের জন্যও টাওয়ার নির্মাণ করা হয়। কোনো টাওয়ার পৃথকভাবে স্থাপিত কিংবা পার্শবর্তী কোনো ভবন আলম্বিত হতে পারে, এমনকী কোনো বৃহত্তর ভবন বা স্থাপনার অংশবিশেষও হতে পারে।

ব্যুৎপত্তি

[সম্পাদনা]

"টাওয়ার" একটি ইংরেজি ঋণশব্দ, যা প্রাচীন ইংরেজি torrপ্রাচীন ফরাসি tor হয়ে লাতিন turris থেকে গৃহীত। লাতিন শব্দটি আবার কোনো প্রাক-ইন্দো-ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভাষা থেকে ঋণকৃত।

ইতিহাস

[সম্পাদনা]
ফ্রান্সের আইফেল টাওয়ার

প্রাগৈতিহাসিক যুগ থেকে মানবজাতি টাওয়ার বা স্তম্ভ নির্মাণ করে এসেছে। ফিলিস্তিনের জেরিকোতে অবস্থিত খ্রিস্টপূর্ব ৮০০০ সালের নবপ্রস্তুর-যুগীয় প্রাচীরের বৃত্তাকার প্রস্তর টাওয়ার সম্ভবত প্রাচীনতম টাওয়ার। খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দ থেকে সুমেরীয় সভ্যতায় "জিক্কুরাতুম" (𒅆𒂍𒉪) নামক একপ্রকার মন্দির টাওয়ার নির্মিত হতো, যার মধ্যে খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দের উরের জিক্কুরাতুম আর ব্যাবিলনিয়ার "এতেমেনানকি" (𒂍]]𒋼𒀭𒆠) সবচেয়ে বিখ্যাত।

এছাড়া লৌহযুগে উত্তর স্কটল্যান্ডের পাথরের "ব্রখ" (স্কট্‌স: broch) প্রাচীন টাওয়ারের অপর উদাহরণ, যা হচ্ছে শঙ্কু আকারের টাওয়ার ভবন। লৌহযুগীয় স্কটীয়, ফিনিশীয়প্রাচীন রোমান সংস্কৃতি দুর্গকরণ ও পাহারাদারির জন্য টাওয়ারের ভূমিকার উপর গুরুত্ব দিত। যেমন খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে প্রতিষ্ঠিত মরক্কোর মোগাদর শহরের নাম ওয়াচটাওয়ারের ফিনিশীয় প্রতিশব্দ migdol থেকে এসেছে। ক্রোয়েশিয়ায় ডায়োক্লিশিয়ানের প্রাসাদের জন্য প্রাচীন রোমানরা অষ্টভুজের টাওয়ার ব্যবহার করেছিল, যার সময়কাল প্রায় ৩০০ খ্রিস্টাব্দ।[] অন্যদকে, প্রাচীন রোমানদের নির্মিত সার্ভীয় প্রাচীর (খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী) ও অরেলীয় প্রাচীরের (খ্রিস্টীয় তৃতীয় শতাব্দী) টাওয়ারগুলি বর্গাকার। খ্রিস্টপূর্ব ২১০ সালে ছিন রাজবংশের সময় চীনারা চীনের মহাপ্রাচীরের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে টাওয়ার ব্যবহার করেছিল।

মধ্যযুগে নির্মিত টাওয়ারের মধ্যে ইতালির পিসাতে অবস্থিত হেলানো টাওয়ার উল্লেখযোগ্য, যা ১১৭৩ থেকে ১৩৭২ সালে নির্মিত। এছাড়া ভারতের দিল্লিতে অবস্থিত কুতুব মিনার আরেকটি উল্লেখযোগ্য নাম, যা ১১৯২ থেকে ১১৯৮ সালে নির্মিত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Map, The Megalithic Portal and Megalith। "Diocletian's Palace"The Megalithic Portal 

আরও পড়ুন

[সম্পাদনা]
  • Fritz Leonhardt (1989), Towers: a historical survey, Butterworth Architecture, 343 pages.

বহিঃসংযোগ

[সম্পাদনা]