সুইডেনের প্রদেশসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সুইডেনের প্রদেশ থেকে পুনর্নির্দেশিত)
সুইডেনের প্রদেশসমূহ

সুইডেনের প্রদেশসমূহ বা লান্দস্কাপ (landskap) ১৬৩৪ সাল পর্যন্ত সুইডেনের বিভাগ হিসেবে স্বীকৃত হত। এরপর সুইডেনকে কাউন্টিতে ভাগ করা হয়। বর্তমানে এই ২৫টি প্রদেশের কোন প্রশাসনিক কার্যক্ষমতা নাই। মূলত ঐতিহাসিক ও সাংস্কৃতিক কারণে এগুলোর ধারণা এখনো সুইডেনের প্রশাসনে টিকে আছে।

কিছু কিছু ক্ষেত্রে কাউন্টি ও প্রদেশের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন দালারনা কাউন্টিদালারনা প্রদেশ একই ভূখণ্ড নির্দেশ করে। তাছাড়া কাউন্টিগুলোর সীমা পালটায় এবং ৯০-এর দশকের পর অনেক নতুন কাউন্টি হয়েছে। কিন্তু প্রদেশগুলোর ঐতিহাসিক সীমা শতাব্দীর পর শতাব্দী ধরে একই রয়ে গেছে।

প্রদেশসমূহ[সম্পাদনা]

সুইডেন তিনটি বিভাগে বা land-এ বিভক্ত: ইয়োতালান্দ, স্‌ভেয়ালান্দনরলান্দ। নিচে এই তিন বিভাগের অন্তর্গত প্রদেশগুলোর তালিকা দেয়া হল।

গেতালান্দ[সম্পাদনা]
স্‌ভেয়ালান্দ[সম্পাদনা]
নরলান্দ[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]


The Flag of India, adopted on July 22, 1947.
The Flag of India, adopted on July 22, 1947.
সুইডেনের প্রদেশসমূহ
প্রদেশ লাপলান্দনরবত্তেনইয়েম্‌ৎলান্দভেস্তেরবত্তেনঅঙেরমানলান্দহ্যারিয়েদালেনমেদেলপাদহেল্‌সিংলান্দদালারনাইয়েস্ত্রিকলান্দভ্যার্মলান্দভেস্তমানলান্দউপলান্দদাল্‌সলান্দন্যার্কেসোদারমানলান্দবুহুসল্যানভেস্তেরিয়োৎলান্দওস্তেরিয়োৎলান্দহাল্লান্দস্মলান্দওলান্দস্কনেব্লেকিঙেগৎলান্দ