সিস্টেমডি
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
![]() ফেডোরা ১৭তে সিস্টেমডি স্টার্ট আপ | |
মূল উদ্ভাবক | লেনার্ট পোয়েটারিং[১] |
---|---|
উন্নয়নকারী | রেড হ্যাট (লেনার্ট পোয়েটারিং, কেই সিভার্স, হ্যারাল্ড হোয়ার, ড্যানিয়েল ম্যাক, টম গুন্ডারসেন, ডেভিড হারম্যান) |
প্রাথমিক সংস্করণ | ৩০ মার্চ ২০১০ |
লেখা হয়েছে | সি |
অপারেটিং সিস্টেম | গ্নু/লিনাক্স |
ধরণ | সিস্টেম সফটওয়্যার প্রক্রিয়া সুপারভাইজার |
লাইসেন্স | গ্নু এলজিপিএল ২.১+ |
ওয়েবসাইট | freedesktop.org/.../systemd/ |
সিস্টেমডি (লেখা হয় systemd) হলো গ্নু/লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্যে মৌলিক বিল্ডিং ব্লক সরবরাহ করা একটি সফটওয়্যার স্যুট। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে "সিস্টেম ও সার্ভিস ম্যানেজার", ইউজার স্পেস বুটস্ট্রেপ ও বুটের পর সিস্টেম প্রক্রিয়া ব্যবস্থাপনার জন্যে ব্যবহৃত একটি ইনিট সিস্টেম।
সিস্টেমডির অন্যতম প্রধান লক্ষ্য হলো লিনাক্স ডিস্ট্রিবিউশনসমূহের মধ্যে প্রাথমিক কনফিগারেশন ও আচরনের সমন্বয়করণ। এটি ইউনিক্স সিস্টেম ভি ও বিএসডি ইনিট সিস্টেমের একটি বিকল্প। ২০১৫ সাল থেকে অধিকাংশ লিনাক্স ডিস্ট্রিবিউশন সিস্টেমডি পরিগ্রহণ করেছে। এটাকে বর্তমানে দি ফ্যাক্টো স্ট্যাটাস হিসেবে গণ্য করা হয়।
সিস্টেমডি নামটি ডেমন নামকরণের ইউনিক্স রীতি অনুসরণ করেছে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ""সিস্টেমডির পরিবর্তনশীল কর্তৃত্বের উপর লেনার্ট পোয়েটারিং""। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে সিস্টেমডি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |