সিলেট কেন্দ্রীয় কারাগার
![]() | |
কারাগার রূপরেখা | |
---|---|
গঠিত | ২০১৮ |
যার এখতিয়ারভুক্ত | বন্দি রাখা, তাদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য মানুষ হিসেবে গড়ে তোলা |
সদর দপ্তর | ২৪°৫৬′৪৫″ উত্তর ৯১°৪৮′১৬″ পূর্ব / ২৪.৯৪৫৮৮৭° উত্তর ৯১.৮০৪৪২৪° পূর্ব |
নীতিবাক্য | রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ |
কারাগার নির্বাহী |
|
মূল বিভাগ | স্বরাষ্ট্র মন্ত্রণালয় |
ওয়েবসাইট | prison |
![]() |
সিলেট কেন্দ্রীয় কারাগার (সিলেট নতুন কেন্দ্রীয় কারাগার নামেও পরিচিত) হলো বাংলাদেশের সিলেট বিভাগের একটি কারাগার। এটি সিলেট শহর থেকে ১২ কিলোমিটার দূরে বাদাঘাটে অবস্থিত।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৭৮৯ সালে বর্তমান সিলেট পুরাতন কেন্দ্রীয় কারাগার প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে, ৩ মার্চ ১৯৯৭ এ বাংলাদেশ সরকার এটিকে কেন্দ্রীয় কারাগার হিসেবে উন্নীত করেন। [১] [২] পুরনো কারাগারটিতে বন্দির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০১৮ সালের ১ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সিলেট কেন্দ্রীয় কারাগারের (বর্তমান কারাগার) উদ্বোধন করেন। সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণ প্রকল্পের আওতায় ২৭০ কোটি টাকা[২][৩] ব্যয়ে ২০১২ সালে নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৮ সালে কারাগার নির্মাণ কার্য সম্পন্ন হয়।[১] সিলেট নতুন কেন্দ্রীয় কারাগারে ২০২১ সালের ১৭ জুন প্রথম ফাঁসি কার্যকর করা হয়। এর আগে সিলেট পুরাতন কারাগারে সাতজনের ফাঁসি কার্যকর করা হয়েছিল।[৪]
অবকাঠামো ও ধারণক্ষমতা
[সম্পাদনা]সিলেট কেন্দ্রীয় কারাগার ৩১.৩৬ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত। এর কারাবন্দি ধারণক্ষমতা ২০০০ জন,[১][২] এটি উদ্বোধনের পর পুরাতন কারাগারের কারাবন্দিদের এখানে স্থানান্তর করা হয়।[৫][৩][২] নতুন এই কারাগারে রয়েছে ৫৯টি ভবন, এর মধ্যে পুরুষ ও নারী কারাবন্দিদের জন্য রয়েছে পৃথক ভবন। আরও আছে যক্ষ্মা এবং মানসিক রোগীদের[৬] জন্য আলাদা হাসপাতালসহ মোট ৪টি হাসপাতাল। কারাগারে দুই তলা বিশিষ্ট একটি রেস্টহাউজের পাশাপাশি, চার তলা বিশিষ্ট একটি ডে কেয়ার সেন্টার, লাইব্রেরি, স্কুল এবং মসজিদ রয়েছে।[২][৩] [৫]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ "এক নজরে সিলেট কেন্দ্রীয় কারাগার"। prison.sylhet.gov.bd। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- ↑ ক খ গ ঘ ঙ "সিলেটে নতুন ঠিকানায় যাচ্ছেন 'বন্দিরা'"। বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- ↑ ক খ গ "সিলেটে নতুন কারাগারে ২৩০০ বন্দি স্থানান্তর"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "সিলেটের নতুন কারাগারে প্রথম ফাঁসি কার্যকর"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "সিলেট কেন্দ্রীয় কারাগার ২৩০ বছর পর নতুন ঠিকানায়"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Documentary on Sylhet Central Jail"। বাংলাদেশ জেল। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।