বিষয়বস্তুতে চলুন

সিয়াম রুপালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিয়াম রুপালি ফন্ট

সিয়াম রুপালি একটি ইউনিকোড ভিত্তিক বিনামূল্যে প্রাপ্ত বাংলা ফন্ট। এটি বহুল ব্যবহৃত ও জনপ্রিয় একটি বাংলা ফন্ট। ফন্টটি তৈরি করেন তানবিন ইসলাম সিয়াম। অভ্র ফন্ট উন্নয়ন প্রকল্পের আওতায় এটি বিকশিত করা হয়। এই ফন্টটি রুপালি ফন্ট থেকে তৈরি করা হয়। একটি ভাল প্রদর্শনের ফন্ট হিসাবে ব্যবহার করার জন্য এতে ভাল আকার, হিন্টিং ও কার্নিং অন্তর্ভুক্ত। ফন্টের রোমান অক্ষরের নকশা ড্রয়েড ফ্রন্ট থেকে নেয়া হয়। এটি গনু জিপিএল ৩.০ লাইসেন্সের অধীনে লাইসেন্স করা।[১]

ফন্টটি ইউনিকোড ভিত্তিক হওয়ায় ফটোশপসহ বিভিন্ন সফটওয়্যারে বাংলা লেখার কাজে ব্যবহার করা যায়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]